...

5 views

সমাজ(১)
আমার একটা অদ্ভুত ক্ষমতা আছে যা কেউ দেখতে পায় না, তা আমি দেখি এ নিয়ে লোকজনের সাথে প্রায় ঝামেলা হয়। এই তো সেদিন গোয়ালা বললো খাঁটি দুধ দাদা নিয়ে যান অথচ দেখলাম জোলো দুধ একেবারে।
বললাম, এতো জল ঢালা দুধ।
গোয়ালদাদু খচে গিয়ে বললেন, যাও যাও তবে নিয়ে কাজ নেই...