স্বরচিত কবিতা
আমার জীবন-মরণ সাধনা
দীপঙ্কর বর্মন
আমি বনে বনে ঘুরে হলাম ধন্য ,
আমি জীবন ভোর থেকে গেলাম বন্য।
নদী-নালা জোয়ার ভাটার ঢেউয়ের তালে আমার কথা,
বনের পশু গাছের পাখি দিলো না ব্যথা ;
মানুষ হয়েও বনে খুঁজি আমার প্রিয় ছন্দ।
আমার মনে সাধ ছিল খুব গাইবো নিজের সুরে,
গান হয়ে যা আসে মনে লিখবো নতুন করে;
হায়রে কপাল বন্য হয়েও হলাম না তো গণ্য।
নাই বা পেলাম খেতাব কবির লিখবো তবু ছন্দ,
জীবন খাতার প্রতি পাতায় রাখব ভালো-মন্দ;
মরণ আমার বনে হলে আমি হব ধন্য।
© দীপঙ্কর বর্মন
দীপঙ্কর বর্মন
আমি বনে বনে ঘুরে হলাম ধন্য ,
আমি জীবন ভোর থেকে গেলাম বন্য।
নদী-নালা জোয়ার ভাটার ঢেউয়ের তালে আমার কথা,
বনের পশু গাছের পাখি দিলো না ব্যথা ;
মানুষ হয়েও বনে খুঁজি আমার প্রিয় ছন্দ।
আমার মনে সাধ ছিল খুব গাইবো নিজের সুরে,
গান হয়ে যা আসে মনে লিখবো নতুন করে;
হায়রে কপাল বন্য হয়েও হলাম না তো গণ্য।
নাই বা পেলাম খেতাব কবির লিখবো তবু ছন্দ,
জীবন খাতার প্রতি পাতায় রাখব ভালো-মন্দ;
মরণ আমার বনে হলে আমি হব ধন্য।
© দীপঙ্কর বর্মন