...

3 views

অনুগল্পঃ ডাগর ডাগর চোখে


অনুগল্পঃ "ডাগর ডাগর চোখে"
________________________________


তোমার বয়স বর্তমান 62, এমন যদি হতো ,
তোমার বয়স এখন 26 হবে ।

যখন তোমার বয়স 24 ,তখন নতুন একটা ব্যাংকে চাকরি করতে।
তখন তোমার সঙ্গে আমার আলাপ ওই বাসে -ট্রামে যেতে যেতে।
তোমার যখন বয়স 26 তখন দুজনের সঙ্গে আলাপন ছিল। একদিন বৃষ্টি খুবই বাসস্টপে বসে । সেদিন আমার নীল রঙের সালোয়ার কামিজ পরা, ডাগর ডাগর চোখে কাজল দেওয়া ছিল। টিপটাও বেশ সালোয়ার-কামিজের সঙ্গে মেচিং করাছিল। ঠোঁটে হালকা পিং কালারের লিপস্টিক দেওয়া ছিল।

তোমার সঙ্গে সেদিন বেশ অনেকক্ষণ কথা হল । দু'বছর আলাপের, পরো ঐদিনে আমাদের অনেকক্ষণ কথোপকথন চলে ছিলো।

তবে,তোমারও জব্বর ড্রেস পরা ছিল সেদিন। বেশ হালকা ব্লাক প্যান্ট ও ফুলহাতা হোয়াইট শার্ট। আধ খোকসা দাড়ি মুখে, হাইট টাও বেশ।

এই অফিসের পথে আসা যাওয়া বাসে ট্রামে দেখা এইভাবে বছর 10, 15 কেটে গেল ।
তবে ,সেদিনের ঐ বাসস্টপের মতন করে আর দেখা ও কথা হয়নি কোনদিন। স্যার, ম্যাডামের অফিস চলে ব্যস্ত জীবন শুরু হলো প্রতিদিনই ।
কিভাবে যে কেটে গেল 62 টা বছর , সারাদিন এ স্মার্ট মোবাইল বর্তমান, কবিতা লেখা,গল্প লেখা ,উক্তি ,ও উদ্দেশ্য করে কিছু লেখা, এগুলো ই বর্তমানে চলতে থাকা চাকরি পর এতে ই আনন্দ।

তবে হ্যাঁ 26 বছরের প্রেম এখনো মন ছুঁয়ে যায়। 62 বছর বয়সে সেই অনুভূতি অনুভব করি । কেনো সেদিন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম❓
এখন বর্তমানে তোমার ছবি দেখি আমার ডিজিটাল মোবাইলে গ্যালারিতে। তুমিও বেশ আছো একই রকম, শুধু বয়স টায় বেড়েছে।

এখন বর্তমানে আমি একা, ঘুম আসে না, ঘরের মধ্যে হাঁটতে থাকি। রাত তিনটে সময়ও একটুও ঘুম নাই চোখে। কে যে কারা অভিশাপ দেয় আমায় বুঝি না। একরত্তি ঘুম অভিমানে মুখ ফিরিয়ে নেয় আমার থেকে।

আমি আজও বুঝতে পারিনা , আমার 62 বছর বয়সে এসে একরত্তি ঘুম কেড়ে নিলেও............!

নিজের চোখ চিনে নিও .... ভুলেছে কি সে তোমায় এখন ও !?

#বাংলা #writco #story #Love&love
© ✍️ অর্পি রায়

#কলমে_রুপি