...

1 views

এলোমেলো কথারা
জীবন কখনো সহজ, কখনো ভীষণ কঠিন মনে হয়। কখনো বিষণ্ন আবার কখনো খুশির ঢেউ এ তোলপাড়।

আমরা যে যেমন করে এ জীবনের দিন গুলো উপলব্ধি করি তার কাছে জীবনের ব্যাখ্যা তেমন। যেদিন থেকে হাসি মুখে সব ছোট বড়ো দুঃখ কষ্টকে এড়িয়ে, উপেক্ষা করে উড়তে শিখবে সেখান থেকে তোমার বাঁচা শুরু, সেদিন থেকেই জীবন সুন্দর।

আমাদের কাছে কিছু মানুষ থাকবে, তাদের সাথে মেলামেশা থাকবে, টান থাকবে। যোগাযোগ থাকবে বছরের পর বছর কমবেশি। সম্পর্কের গভীরতা বাড়বে, তারা আমাদের অভ্যাসে পরিণত হবে।
একদিন সব বিচ্ছিন্ন হয়ে যাবে, তারাও কারণে অকারণে হারাবে, সব কেমন অগোছালো লাগবে। আবার জীবনে নতুন মানুষের আগমন ঘটবে। মানুষের আসা যাওয়া থাকবে, জীবনে ওঠা পড়া লেগে থাকবে!

কখনো চারপাশ ঘুটঘুটে কালো অন্ধকার মনে হবে আবার কখনো তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে আসবে।

একদিন কেউ এসে তোমাকে পরিপাটি করে গুছিয়ে দেবে, সে ই খুব যত্ন করে তোমাকে ভেঙে দেবে। তুমি ভেঙে যাওয়া কাচের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে এদিক সেদিক, দিক শূণ্য মনে হবে, নিজের ঠিকানা থাকবেনা।
অবশেষে একটা সময় সব পিছুটান অগ্রাহ্য করে তুমিই একদিন নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় সফল হয়ে উঠবে।

খুব কাছের প্রিয় মানুষও বুঝিয়ে দেবে মানুষ চেনা হয়ে ওঠেনি এখনও। অথবা কারো মৃত্যুর শোকে তুমি বুঝবে প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার অনুভূতি ভীষণ বাজে! কাউকে ফিরে পাওয়ার শেষ ইচ্ছা থাকবে, কারো কাছে ফিরে না যাওয়ার জেদ!
সব মিলিয়ে জীবন কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো অকালে ঝরে পড়া বৃষ্টির মতো.....
✍️রিম🙂