শুধু তোর জন্য
আজ মনটা একদম ভালো নেই । তাহলে যে ভয়টা ও পেয়েছিল সেটাই সত্যি হলো । অনু তাহলে শুভমের জীবনে আবার ফিরে আসতে চাইছে । আর শুধু ফিরে আসা নয় রীতিমতো শাসিয়ে ও দিয়েছে যে সে যদি শুভমের জীবন থেকে না চলে যায় তাহলে সে সুইসাইড করবে । আচ্ছা শুভম ! ও এসব শুনে কি করবে ! মেনে নেবে না তো অনুকে ? উফ্ তিনদিন ধরে ঘুমাতে পারছেনা পুষ্পিতা ।
- এখানে ডাকলি হটাৎ ?
- কিছু কথা আছে ।
- হ্যাঁ সে ঠিক আছে কিন্তু এভাবে ফোন করে বললি দশ মিনিটের মধ্যে আসতে আমি তো ভয় পেয়ে গেছিলাম...
- এখানে ডাকলি হটাৎ ?
- কিছু কথা আছে ।
- হ্যাঁ সে ঠিক আছে কিন্তু এভাবে ফোন করে বললি দশ মিনিটের মধ্যে আসতে আমি তো ভয় পেয়ে গেছিলাম...