...

10 views

PLATFORM 1
শিয়ালদহ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ওদের বাসস্থান। জন্মের পর থেকেই ওরা ওখানে থাকে। ওদের কোনো পরিচয় নেই। রাতে ওরা ঘুমায় একসঙ্গে। সকাল হলে আবার চুলে সুন্দর বিনুনি করে ছোট বোনকে কেউ নিজের ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পরে। সঙ্গে একটা অডিও স্পীকার, যাতে নানা ভালোবাসার রঙীন গান! গলায় একটা থলি যাতে থাকে খুচরো। ওদের কেউ ভালোবাসেনা। কেউ কেউ আবার ওদের ছেঁড়া কাপড়ের ভিতরে নজর দিতেও ছাড়ে না। যারা ওদের এই ভাবে দেখে তাদের মানুষের মত দেখতে হলেও মনটা জানোয়ারের থেকেও খারাপ।

এই ভাবে ট্রেনে ওরা গান চালিয়ে ঘোরে। একটা করে স্টেশন আসে একটা করে কামড়া বদলায়। এই করতে করতে দিন যায় রাত আসে! ওদের ওই টাকায় হয়ত একবেলা খাবার জোটে? পৃথিবী তাঁর নিজস্ব কক্ষপথে ঘোরে।

- সপ্তদীপ সাহা।

Photo taken from Google.
© Saptadip Saha