...

2 views

রবীন্দ্রসঙ্গীত
আমি শৈশব কাল থেকে রবি ঠাকুরের গান শুনে বড় হয়েছি।সঙ্গীত শেখা শুরু হয় প্রথমে মায়ের শখে।পরবর্তী সময়ে নিজের ইচ্ছায় শিখতাম।কেমন করে জানি তাকে ভালোবেসে ফেলি।বড় আনন্দ পেতাম গান গেয়ে।মায়ের কাছে প্রতি সন্ধ্যায় অনুশীলনে বসতাম। তাতে মন ভাল থাকতো।পড়া তাড়াতাড়ি হয়ে যেত।বিভিন্ন প্রতিযোগিতায় মা নিয়ে যেতেন,প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করতাম।তারপর আমার ভাই আসে।তখন মা তেমন ভাবে আর অনুশীলন করাতে পারতেন না।নিজেই বসতাম। গুরুজী বিভিন্ন গান শেখাতেন। তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত বেশি শেখাতেন। আমাকে বলতেন, "তোকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে এম.এ করতে হবে"।আমার দাদুও আমার গান শুনতেন। কোথাও ভুল হলে বকা দিতেন।আমাকে বলতেন, "তুই গান নিয়ে পড়াশোনা করবি"।সকলের ইচ্ছায় এবং আমার নিজের ও ইচ্ছায় উচ্চ মাধ্যমিকের সময় থেকে আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা শুরু করি।স্নাতক করি প্রথম স্থান অধিকার করে।তারপর আমার বিয়ে হয়ে যায়।বিয়ের পর আমি স্নাতকোত্তর করি।তারপর আমার এক সন্তান হয়।আমি এখন একজন সঙ্গীত শিক্ষিকা।রবিঠাকুরের গান আমার সঙ্গে অতোপ্রতো ভাবে জড়িত।তাঁর গান ছাড়া কোন কিছুই ভাবতে পারিনা আমি।

এখানে আমি প্রথম। আমার লেখাটি কেমন লাগল জানাবেন সকলে।আমার ছোট্ট এক টুকরো জীবনের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম।
© Indrani Palit Karmakar