...

8 views

ক্লোন
পুত্রগমনের আনন্দে মা আজ এতোই আনন্দিত ;যার পরনায় সকাল থেকে আজ প্রচুর আয়োজন,সব বাবুন এর বিধবা মা একা হাতে করেছেlএখন বাজে বিকেল চারটে বাবুন এর ফ্লাইট পৌঁছনোর কথা সাতটায়,সেখান থেকে ওলা আর সোজা বাড়িlকথামতো ছেলে এলও ওই নটা নাগাদlদরজা খুলতেই মা জড়িয়ে ধরলো বাবুনকেlপ্রায় পাঁচ বছর পর বাবুন ইউ.এস.এ থেকে আসার সুযোগ পেলোlআচ্ছা বাবুনের ভালো নামটা হলো সত্যজিৎ ব্যানার্জী ইউ.এস.এ র নামকরা সায়েন্টিস্টlআজ বাবুনের আসায় মা র আনন্দ বাঁধ ভেঙে পড়েছেlকিন্তু ছেলের আনন্দ টা মায়ের একটু ফিকেই লাগলোlমা ভাবলো বোধহয় ছেলে ক্লান্ত তাই কথাবার্তা কম বলছে, তাড়াতাড়ি খেয়ে দেয়ে দুজনেই শুয়ে পড়লোl কিন্তু মায়ের চোখে ঘুম কোই,মা ভাবছে কাল বাবুন কে কি রেঁধে খাওয়ানো যায় ভেটকীর পাতুরি না ওই ঝাল ঝাল ইলিশ ভাপা,এই ভাবতে ভাবতেই মায়ের দুচোখ বেয়ে স্বপ্নের ঘুম ঢলে পড়লোlএরপর সকাল ছটায় ঘুম ভাঙতেই বাজারের ছেলেটাকে ফোন করে সব বাজার বুঝিয়ে দিয়ে স্নানঘরে গিয়ে ফ্রেস হয়ে টিভি টা খুলে সকাল সংবাদ নামক অনুষ্ঠান টা চালাতেই একটা খবরের হেডলাইনে চোখ আটকে গেলোl তাতে লেখা ইউ.এস.এ র বিশিষ্ট যুবক বৈজ্ঞানিক সত্যজিৎ ব্যানার্জীর পরীক্ষাগারে অস্বাভাবিক মৃত্যু, সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে অনেকদিন ধরে তিনি নিজের ই একটি ক্লোন বানানোর কাজে নিযুক্ত ছিলেন,সেটি প্রায় সম্পূর্ণ হতে চলেছিল ;কিন্তু আজ সকালে তার পরীক্ষাগার লন্ডভন্ড এবং দরজা ভাঙা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়, মায়ের হাত থেকে রিমোর্ট খসে পড়লো..