...

6 views

জোঁকার সিন্দুক
জোঁকার সিন্দুক

বিঘা ছয়েক জমির উপর ভিয়ার পুকুর। হলদিয়ার গেঁওয়াডাব গ্রামে একদা ভূঞা নামক কোন এক জমি দারদের নাকি এই পুকুরটি ছিল। আশ্চর্যের বিষয় হল ভূঞা নামের কোন ফ্যামিলি বর্তমানে এই এলাকায় নাই। লোক কথায় পুকুরটির নাম ভিয়ার পুকুর।

একদা এই পুকুরের জল খেয়ে জীবন জাপন করত এলাকার মানুষ। বিশাল ও সুউচু চওড়া পাড় দিয়ে ঘেরা। পুকুরটির এলাকায় নাম ডাকও ছিল প্রচুর। কারন পুকুরে নাকি জোঁকা ছিল। তাই নাকি ঐ পুকুরে স্নান করতে নেবে অনেকের প্রাণ গেছে। এসবের পেছনে ছিল নাকি জোঁকাদের হাত।

তবে এই জোঁকাদের নাকি ছিল প্রচুর সুনাম। এই পুকুরে কেউ না মাছ ছাড়লেও, বছর শেষে বড়ো বড়ো রুই কাতলা আর পোনা মাছের দেখা মিলত। আর ছোট ছোট মাছের তো সীমাই থাকতো না। যাকে এক কথায় বলা হতো চুনা মাছ। প্রচন্ড চুনা মাছ জন্মাতো পুকুরটিতে। এবং সেগুলো ছিল ভীষণ সুস্বাদু। এই পুকুরের মাছের সাদ ও সুগন্ধের সুনাম ছিল। পুকুরটি নাকি কখনো...