...

2 views

বালি দিয়ে টেকসই বেড়িবাঁধে ব্যস্ত কুতুবদিয়ার টিকাদারদের।
তারিখঃরবিবার,১৮/০৪/২০ইং
.....................................................
রিপোর্টার,রফিকুল ইসলাম।
কক্সবাজার জেলার নিকটবর্তী দ্বীপ কুতুবদিয়া।চারদিকে বঙ্গোপসাগরের ঢেউয়ের সাথে প্রতিনিয়ত খেলা করছে দ্বীপবাসি।দ্বীপের অধিকাংশ বাড়িঘর বিলিন হয়ে গেলো সমুদ্রের বুকে।ঘরবাড়ি,জমি-জায়গা হারিয়ে তারা আজ খোলা আকাশের নিচে।তাদের আয়ের উৎস কৃষি ও সমুদ্রে মাছ ধরা,এভাবে জীবিকা নির্বাহ করে থাকেন।দ্বীপবাসির চাওয়া টা এখনো পূরন করতে পারে নি বলে জানিয়েছেন স্থানীয়রা।তাদের দাবি টেকসই বেড়িবাঁধ ও বিদ্যুৎ। কিন্তুু এ দাবি কে রাখে,টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে বালি দিয়ে,,এক কথা বলা যায়, খাল কেটে কুমির আনা।দ্বীপবাসির আকুল আবেদন, কুতুবদিয়ার চারদিকে টেকসই বেড়িবাঁধ ও বিদ্যুৎ এর কাজ যেন সেনাবাহিনী দিয়ে সম্পন্ন করে এটা তাদের দাবি।