কলমের আত্ম কথা
হে কলমধারী, হে কত্য-কালির প্রেমিক,তোমার অঙ্গুলী ভাঁজের সকল ব্যাথা,আমি এক নিঃশ্বাসে শুষে নেব আমার নিবে। তোমার হৃদয় ফুটো করে অনুভূতি রোচব হলদে-সাদা পাতায়। না না হৃদয়ে বসতি নেব...