...

7 views

কলমের আত্ম কথা
হে কলমধারী, হে কত‍্য-কালির প্রেমিক,তোমার অঙ্গুলী ভাঁজের সকল ব্যাথা,আমি এক নিঃশ্বাসে শুষে নেব আমার নিবে। তোমার হৃদয় ফুটো করে অনুভূতি রোচব হলদে-সাদা পাতায়। না না হৃদয়ে বসতি নেব না,বরংচ তোমার বুকপকেটের ঘর্মসিক্ত খাঁজে টালমাটাল ঘর বাঁধবো আমি,অথবা শিউলি জড়ানো খোঁপার খাঁজে বসতে দিয়ো আমায়।তোমার সর্ব বিষাদ কিনে নেব আমি,আমার কালির মূল্যে।বেচবে কলমপ্রিয়,বেচবে অনুভুতি?আমি রাত্রিযাত্রীর তারাখসা থেকে ছুটে যাই মজনু বা শাহজানে।আমি কম্পিত পিঞ্জরে লিখি সকল কালিমা। মৃত,ধর্ষণকাণ্ডও রচিত হয় গভীর রাতের আঁধারে,নিশুতির জামানায়।ভুত-ভবিষ্যতের রমরমা পাণ্ডুলিপি ছুঁই আমি নিদারুণ ভোতা অস্ত্রে।হে লেখক,কিভাবে আমার বিহনে তুমি কল্পপ্রকাশ করিবে বলো?বাঁচিবে তুমি ক্যামনে?হে কবি ,আমায় ছাড়া কেমন করে বলো কাব্য হবে তোমার?
© All Rights Reserved