...

3 views

অনুগল্প ঃ "প্রেমিকা কথা রাখেনি"
"প্রেমিকা কথা রাখেনি".........
______________________________

বেশ অনেক বছর পর অন্যে নাম্বারে একটা ফোন এলো।
নাম্বার টি দেখে মনে হলো অঙ্গনার এটি বিদেশের নাম্বার...
সত্যিই ছিল ওটি বিদেশের নাম্বার....
অঙ্গনার সঙ্গে আকাশ নীলের প্রথমে কলেজ আলাপন।
একটি বিদেশি নাম্বার ছিল....পরে কথা বলে দেখি কলেজের বন্ধু আকাশ নীল।
আকাশ নীল বললো তুই কেমন আছিস অঙ্গনা ?
অঙ্গনা- বলে ভালো। তুই !
আকাশ নীল বললো আছি বেশ।
অঙ্গনা বললো!
তোর প্রেমিকা বর্তমানে তোর বউ.... কোলকাতায় দেখলাম ও তোর একটা মেয়ে আছে বুঝি !?
আকাশ নীল বললো!
অঙ্গনা কে তুই কতো দিন আগে দেখেছিস?
অঙ্গনা বললো এইতো ৭/৮ মাস আগে।
আকাশ নীল আবার প্রশ্ন করলো অঙ্গনা কে!
সঙ্গে কে ছিলো?
অঙ্গনা বললো তোর শশুর,মেয়ে, এবং তোর বউ....

আকাশ নীল বললো আমি এই ৭ বছর জাপান আছি....এখনও কোলকাতায় যায়নি রে।
অঙ্গনা বললো তবে বিয়ে?
আকাশ নীল বললো আমি বিয়ে করিনি কলেজের প্রেমিকাকে... অনেক আগে আমাদের প্রেম বিচ্ছেদ হয়ে গেছে রে....
অঙ্গনা বললো কেনো ❓
আকাশ নীল বললো চাকরী পাওয়া আনন্দেই বিদেশে পা প্রেম বিচ্ছেদ ।
অঙ্গনা বললো কিছু বুঝলাম না !!
আকাশ নীল (বন্ধু)) বললো গান্ডু.....
অঙ্গনা (বান্ধবী) বললো তাই ঠিক আছে বলতে হবে না থাক।

আকাশ নীল বললো যখন চাকরী পায়, তখন খুবই কম অর্থ পেতাম....তখন বিয়ে করার কথা খুব একটা ভাবিনি....৭ বছরের পুরনো প্রেম খুবই বিশ্বাস ছিল.... পাশে থাকবে।
অঙ্গনা বললে তার পর?
আকাশ নীল বললো!আমার প্রেমিকা হঠাৎ-ই বেশ কিছু দিন ফোন করতো না।
ভাবলাম ওর পরীক্ষা চলছে তাই, আমি ও অফিসের চাপে পড়ে গেলাম....
বেশ কিছু দিন পর ফোন করি ,বললো একটু ব্যস্ত আছি পরে করি আকাশ নীল .....
আকাশ নীল বললো ঠিক আছে।
প্রেমিকা বললো হুঁ
তারপর আকাশ নীল ৬ মাস পর ফোন করলো,
প্রেমিকা বললো আমি এখন বিবাহিত .....এখন আর ফোন করো না আকাশ নীল!

আকাশ নীল বললো কি বলছো তুমি , আমি তো ৬ মাস অপেক্ষা করতে বললাম...
একটু সময়.....
তোমার বর কি করে? বাবার বন্ধু ছেলে ডক্টর....
প্রেমিকা হেসে উঠলো আমি খুবই সুখী আকাশ নীল.....ফোন করো না।
আকাশ নীল বললো হুঁ করবো না "নীলা"... আর ফোন//
আকাশ নীল বললো তোমার সুখে আমি সুখী নীলা।

আকাশ নীল বললো কোলকাতা থেকে দূর দেশে..... ভালো আছি রে।
অঙ্গনা বললো এবার নতুন করে ভাব আকাশ নীল?
আকাশ নীল বললো হুঁ তবে কোনো মেয়ে কে প্রেমিকা হিসেবে বিশ্বাস করবো না....//
বিয়ে কথা ভাবিনা!তবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি..... এটাই আমার উদ্দেশ্য জীবনে।
অঙ্গনা বললো তুই জাপানে থাকবি?
আকাশ নীল বললো হ্যাঁ রে।
কোলকাতায় সবই বিচ্ছেদ বর্তমান মন থেকে...
তবে,প্রথম প্রেমে মনে দাগ কেটে রয়েছে অঙ্গনা।।

✍️অর্পি

অভিনয় তিনজন .....
১.অঙ্গনা (বান্ধবী)
২.আকাশ নীল (বন্ধু)
৩.নীলা / আকাশ নীলর প্রেমিকা ছিলেন

#yqdada #challenge #কলমে_রুপি YourQuote Dada #writco

Read my thoughts on YourQuote app


© All Rights Reserved