...

2 views

একমাত্র তুই।।6।।
ছুটতে ছুটতে এসে ওয়াশ রুমে ঢুকল। অঝোরে কাঁদতে লাগল। ওর মনে হচ্ছে যেন ওর সবকিছু শেষ হয়ে গেছে।
নিজেকে বারবার বলছে কেন করল অমু দা এরম আমার সাথে,কেন?কেন? সব কি মিথ্যে? সওব? তাহলে পৌলমি ছিল সেই স্পেশাল পারসন।আর এটা ছিল অমু দার সারপ্রাইজ। কিন্তু এটা কিভাবে করতে পারল?তনি নিজেকেই বারবার প্ৰশ্ন করছে...
আচ্ছা অমু দা তো কখনো বলেনি যে ও আমাকে ভালোবাসে।তাহলে কি অমু দার মনে কিছু ছিল না আমাকে নিয়ে।তাহলে এসব কি ছিল এত কেয়ার, এত যত্ন,এত অধিকার বোধ?
তনির মনে হচ্ছে সেকি তনির মনের কথাও বুঝতে পারেনি।যদি বুঝতে পেরে থাকে তাহলে কেন খেললো তনিকে নিয়ে এরম খেলা। ওর অমু দা তো এরম নয়।হাজার প্রশ্নের ভিড় তনির মনে।কতক্ষন ওভাবে দাঁড়িয়ে ছিল তনির জানা নেই।এর মাঝে অমুর ফোন এল।অমুর ছবিটা দেখে ওর আরো কান্না পাচ্ছে।খুব কষ্টে নিজেকে সামলে ফোনটা ধরল।
ফোন টা ধরতেই প্রশ্ন এল ওপার থেকে,
--কোথায় তুই?
--ওয়াশরুমে
--তাড়াতাড়ি বেরিয়ে আয়।এক্ষুনি।এক্সিটের কাছে চলে আয়।
--নিজেকে সামলে মুখে চোখে জল নিয়ে তনি বেরিয়ে এল।এক্সিটের কাছে গিয়েই দেখতে পেল পৌলমি অমুকে জড়িয়ে আছে, কাছে যেতেই ওর ভীষণ অসস্তি হতে লাগল।অমু ওকে দেখতে পেয়ে ডাক দিল তনি তাড়াতাড়ি আয়।তনি কাছে যেতেই অমু বলল তনি সো সরি, আমাকে পলকে ছাড়তে যেতে হবে। পাশের একটা মেয়েকে দেখিয়ে বলল,ও মৌলি ওর বাবা একটু পরে ওকে নিতে আসবে তুই ওর সাথে চলে যাস প্লিজ। খুব আর্জেন্ট না হলে আমি বলতাম না। ওর অবস্থা তো দেখতেই পাচ্ছিস।
তনি ভালোই বুজতে পারছে, গলা অবধি ড্রিংক...