...

15 views

খুনি
আজ একটা খুন করলাম।

মাথার ওপর জ্যোৎস্না রাত্রির মায়াবী আকাশ।মাঠের সবুজ ঘাসগুলোতে লেগে থাকা রক্তের দাগ রূপকথার গায়ে অভিশাপের ন্যায় শোভা পাচ্ছে। সময়ের কোনো হিসাব নেই..আমি বসে একা..আমি তখন এক, জন্মান্তরের অপরাধী ।

কি খুঁজছেন? আশেপাশে পড়ে থাকা কোনো লাশ? না, সেসবের দেখা মিলবে না , আমি লুকিয়ে ফেলেছি। এখনও চারপাশে অনেক রক্ত, নাহ্ তাও কারোর চোখে পড়বে না। এ রক্তের রঙ যে লাল নয়, বর্ণহী‌ন এক সমুদ্র রক্ত‌‌।কেউ কোনদিনও আমায় 'খুনি' নাম দেবে না। কিন্তু গোপনে আমি নিজেকে খুনি বলেই ডাকবো।কেউ জানবে না...