মা মাকড়চণ্ডীর পঞ্চম দোল
প্রবাদ আছে মাকড়চণ্ডীর নিয়ে -"মা তুই এত উঁচু, তোকে মালা পড়াতে পারিনা" । লোক কথা অনুযায়ী একটা সময় ছিল, হাওড়া জেলার মাকড়দহের মাকড়চন্ডী মা অনেক লম্বা ছিলন। সেই সময় পুরোহিত মায়ের ঐ লম্বা মূর্তির জন্য মালা পড়াতে পারতেন না। নাকি সেই কথা শুনে মা ক্রমশ মাটির মধ্যে প্রবেশ করতে শুরু করলে , পড়ে পুরোহিত মাকে জড়িয়ে ধরে, মা কে পাতালে প্রবেশ করতে বাধা দেন । তারপর থেকেই আমরা মা এর এই ছোট মূর্তি দেখতে পাই।
দোল পরবর্তী সময়ে অনেক জায়গা পঞ্চম দোল উৎসবে মেতে ওঠে। দোলযাত্রার পর কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে আয়োজিত হয় পঞ্চম দোল। পঞ্চম-এর লুকিয়ে আছে ভক্তিরস তত্ত্ব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষকে পেরিয়ে পঞ্চম পুরুষার্থ প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। প্রেমই শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন করায়। ‘ভক্ত ভেদে রতি ভেদ পঞ্চ পরকার। শাস্ত্র রতি দাস্য রতি সখ্য রতি আর।। বাৎসল্য রতি মধুর রতি এ পঞ্চ বিভেদ। রতিভেদে কৃষ্ণভক্তি রস...