...

36 views

ভাইফোঁটা
অনজিষ্ঠা আজ খুব খুশি।বছর চারেক বয়স হবে তার।গতকাল রাতে মা বলেছে আজ নাকি ভাইফোঁটা।খুব মজা হয় ওর এই দিনটায়,যদিও...
ওর মা তো আজ অবাক।বলল-
কিরে আজ কি হলো তোর?
অনজিষ্ঠা কৌতূহলী দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে জিগ্জাসা কেন মা কি হয়েছে?
মা-যে মেয়ে ৮টার আগে ঘুম থেকে ওঠে না সে কিনা আজ ৫টায় উঠেছে!আচ্ছা যা,গিয়ে হাতমুখ ধুয়ে আয়।
অনজিষ্ঠা একটু হেসে চলে যায় সেখান থেকে।

সকাল ৮টার মধ‍্যে চানটান সেরে তৈরি হয়ে নেয় সে।মা কে চুপিচুপি বলে-মা,জানো আমি দাদার...