...

12 views

Can you smell the earth
এমন ওয়েদারে, ফোন নিয়ে হাতে কাটিয়ে দিচ্ছি প্রহরের পর প্রহর! কেন জানি না, কিসের এই ঘোর?

এখন বৃষ্টি পরছে বাইরে, ঠিক ঝিরিঝিরি নয় আবার খুব জোরেও নয়; টিপটিপ বলা যেতেই পারে। মেঘের দল মাঝে মাঝে গর্জে উঠছে, তবে তা খুবই ক্ষীণ ও মৃদু! মনে হচ্ছে মেঘ যেন রেওয়াজ করছে।

জানলা বন্ধের শব্দ কানে আসছে। আসলে ফ্ল্যাট বাড়িতে জানলা দরজার শব্দ এমনিতেই পাওয়া যায় আর বৃষ্টি পরলে তো হয়েই গেল।

আমি নিজেও ফ্ল্যাটে থাকি তাই এসব শব্দ একটু শুনতে হয় আর কি। বৃষ্টির জোর একটু বাড়লো। অদ্ভুত ব্যাপার আমি কিন্তু বৃষ্টির দিকে তাকিয়েও নেই, কিন্তু শব্দের এত ক্ষমতা বুঝিয়ে দিল, এমনকি পরিমাণটাও বুঝিয়ে দেয় শব্দ, যে ঠিক কতটা বৃষ্টি পরছে।

এই ওয়েদারে মাটির যে সেঁদো গন্ধটা নাকে আসে ওটা আমার খুব প্রিয়। ইন্দ্রানী ম্যাম বলে একজন আমাদের ইংলিশ পড়াতেন রামকৃষ্ণ মিশনে, তো একবার ক্লাস চলাকালীন গোলপার্কে প্রচন্ড বৃষ্টি পরছে। উনি হঠাৎ বলে উঠলেন, "Can you smell the earth?"

অনেকর মধ্যে আমি আচমকাই বলে উঠেছিলাম, "Yes ma'am, I love the smell from my childhood..."

- সপ্তদীপ সাহা।

Photographer - Saptadip Saha.
© Saptadip Saha