...

0 views

অনালোচিত লেখক নারায়ণ সান্যাল
আজ 26 এপ্রিল ।প্রখ্যাত সাহিত্যিক ও লেখক নারায়ণ সান্যাল 100 বছর আগে অর্থাৎ 1924 সালে ঠিক আজদিন জন্ম গ্রহণ করেন।
বাংলা সাহিত্য লেখক নারায়ণ সান্যাল একটু অনালোচিত লেখক। অথচ বৈচিত্র্যমূলক ও গবেষণামূলক লেখা খুব লেখকই লিখেছেন। কিন্তু সেই ভাবে তাঁকে নিয়ে মাতামাতি করতে দেখিনি!


নারায়ণ সান্যাল পাঠক খুলে বিপুল জনপ্রিয় হলেও তেমন আলোচিত হননি তিনি। লেখক হিসেবে নারায়ণ সান্যাল শুধু সাহিত্য রচনা করেছেন এমন নয় বিচিত্র-বিষয়ে গবেষণা-নির্ভর লেখা লিখেছেন ৷ ফরাসি ভাস্কর্য থেকে দেবদেউল, বাস্ত্তবিদ্যা থেকে বিজ্ঞানের রহস্যময় আলোছায়া সবই এসেছে তাঁর লেখায় ৷ উপন্যাস থেকে ভ্রমণসাহিত্য, কিশোরসাহিত্য থেকে গোয়েন্দা কাহিনী, এমনকী নেতাজি সুভাষ-রহস্যও তাঁর লেখার বিষয় মানুষের কাছে জনপ্রিয় হয়েছে ৷


নারায়ণ সান্যালের কৃষ্ণনগরে জন্ম হলেও তাঁর লেখা পড়া হয় কলকাতায়৷ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ১৯৪৮ সালে তিনি বি ই পাশ করেন৷ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া)-র ফেলো ছিলেন তিনি৷ পিডব্লিউডি-তে চাকরি করার সময় তাঁর পোস্টিং হয় দণ্ডকারণ্য অঞ্চলে ৷ তিনি দুটি উপন্যাস'বকুলতলা পি এল ক্যাম্প’ ও ‘দণ্ডকশবরী’ সেখানকার অরণ্য ও উদ্বাস্ত্ত...