...

4 views

"স্মৃতির সীমাবদ্ধ"
তোর ব্লক (BLOCK)লিস্টে সীমাবদ্ধ ওই জ্যোৎস্না মাখা রমনী.....

তোর সঙ্গে প্রথম আলাপ ফেসবুকে, বলতে গেলে ওই দুই-তিন বার তোর প্রফাইল দেখেছি,......
কিন্তু, কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাসনি, আমি ও কখনো ভাবিনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট খুব প্রয়োজন আছে কি?
তবে, কথা হতো তোর সময় নিয়ে, তুঁই মাঝে মধ্যে মেসেজে করেছিস.…...
হয়তো দু'মাসে গভীর বন্ধুত্ব হিসেবে কথা বলা...
অনেক টা কালবৈশাখী ঝড়ের মতো দমকা হাওয়া খেলে গেলো মন।
বুঝে উঠতে পারিনি তখন তোর চলে যাওয়া টা... তুই ও আর পেছনে ফিরে দেখিসনি; তোর পেছনে কেউ অপেক্ষা...!

হয়তো প্রথমে চাওয়াটা অস্বাভাবিক ছিলো আমার ;
তবে,ওই চাওয়া টা আমার কাছে ভীষণ লজ্জার ছিলো...
যখন বিষয়টি নিয়ে নিজে ভেবে দেখলাম,এভরিথিং ইম্পসিবেল,
কিন্তু, আমি ক্ষমা চাওয়া মতন সুযোগ ও পায় নি ......

তবে,বন্ধুত্বের লিস্টে থেকে আজও প্রথমে তুই, 19ই .…..
শেষ মেষ অবিশ্বাসের জাল শুরু হলো।
দেখি অবশেষে আমিই তোর প্রতিটা অ্যাপে ব্লক...
ব্লক লিস্ট প্রতিটি অ্যাপে (app) ...…
হাজার কাজে মাঝে আমি বুঝে উঠতে পারিনি তখন, কেনো আমি ব্লক লিস্ট তোর.... ওই যে অবিশ্বাস!
তুই যাকে চেয়েছিস এক দিন নির্দ্বিধায়, সেই আজ অবিশ্বাসে থেকে তাকে আবার ব্লক করেছিস, ব্যাপার টা কেমন না......!
হয়তো এখন বুঝেছিস বন্ধুত্বে মানে কি?

মনে কর একটা সময়ের পরে দু'জনে মুখোমুখী আছি একই স্থানে,
তবে,লজ্জায় গুটিয়ে থাকবি তো...!
তখন, বন্ধুত্বে হাত বাড়াতে দ্বিধাবোধ জাগবে না তো!!!

পারবি ব্লক উঠিয়ে নিয়ে দুই-চার টে স্বর্ণ লিপি প্রদান করতে...
তোকে উপদেশ দেওয়া মতো ক্ষমতা অবশ্য আমার নেই....
তবে, অনুরোধ করি প্রত্যেকটা প্রোফাইল জীবিত থাকবে পাসওয়ার্ডও...
যখন পাসওয়ার্ড ভুলে যাবি তখনও জীবিত প্রফাইল,
তবে,তোর কাছে নয়...…!
কিন্তু,একটা বয়সের পর বন্ধুত্বটাও জীবিত থাকবেন,........
আজীবন...
হয়তো বয়স সীমাও অতিক্রম করতে থাকবে দু'জনের ......
কিন্তু, বন্ধুত্ব রুপ পরিবর্তন হয় কি???

তুই যদি চাস বন্ধুত্ব টা বাঁচিয়ে রাখতে....
চাইলে তুই নাও রাখতে পারিস, তোর মতন করে ভেবে নিস.….!!
তবে সংযোগ টা রাখিস,ওটা রাখতে হয়....
ভালো থাকিস!!
❤️❤️
ইতি
অভাগী_



কলমে_ অর্পি ✍️P.C

পুরনো লেখা... কিন্তু আমার খুব প্রিয়

তাই সঙ্গে নিয়ে এলাম কয়েক টা😇

#story
#WritcoQuote #yqdada #yqwriter #yqbaba #collab
#কলমে_রুপি