"স্মৃতির সীমাবদ্ধ"
তোর ব্লক (BLOCK)লিস্টে সীমাবদ্ধ ওই জ্যোৎস্না মাখা রমনী.....
তোর সঙ্গে প্রথম আলাপ ফেসবুকে, বলতে গেলে ওই দুই-তিন বার তোর প্রফাইল দেখেছি,......
কিন্তু, কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাসনি, আমি ও কখনো ভাবিনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট খুব প্রয়োজন আছে কি?
তবে, কথা হতো তোর সময় নিয়ে, তুঁই মাঝে মধ্যে মেসেজে করেছিস.…...
হয়তো দু'মাসে গভীর বন্ধুত্ব হিসেবে কথা বলা...
অনেক টা কালবৈশাখী ঝড়ের মতো দমকা হাওয়া খেলে গেলো মন।
বুঝে উঠতে পারিনি তখন তোর চলে যাওয়া টা... তুই ও আর পেছনে ফিরে দেখিসনি; তোর পেছনে কেউ...
তোর সঙ্গে প্রথম আলাপ ফেসবুকে, বলতে গেলে ওই দুই-তিন বার তোর প্রফাইল দেখেছি,......
কিন্তু, কখনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাসনি, আমি ও কখনো ভাবিনি যে ফ্রেন্ড রিকোয়েস্ট খুব প্রয়োজন আছে কি?
তবে, কথা হতো তোর সময় নিয়ে, তুঁই মাঝে মধ্যে মেসেজে করেছিস.…...
হয়তো দু'মাসে গভীর বন্ধুত্ব হিসেবে কথা বলা...
অনেক টা কালবৈশাখী ঝড়ের মতো দমকা হাওয়া খেলে গেলো মন।
বুঝে উঠতে পারিনি তখন তোর চলে যাওয়া টা... তুই ও আর পেছনে ফিরে দেখিসনি; তোর পেছনে কেউ...