...

0 views

গল্প ( সিরিজ ):আমার ভূলের মালিকা (পঞ্চম পর্ব- ভূলো চোর )
গল্প ( সিরিজ ):আমার ভূলের মালিকা
(পঞ্চম পর্ব- ভূলো চোর )

আমার জীবনে ভূলের মালিকার প্রতিটি ফুল নিয়েই গল্প করব,কখনো এক একটা আলাদা ভাবে কখনো একসঙ্গে দু তিনটে করে। এগুলো যদিও আমার নিজস্ব তবে অনেকেরই এমনটা হতে পারে। যদিও বেশীর ভাগ লোকজন বলে থাকে বয়সের সঙ্গে ভোলার ঘটনা বাড়তে থাকে তবে এখনো পর্যন্ত আমার কাছে এর উল্টোটাই হয়েছে অর্থাৎ ছোটবেলার ভোলার ঘটনাই বেশী।
আজ 'ভূলে যাওয়ার' পঞ্চম পর্ব লিখতে বসার মুহুর্তে মনে হচ্ছে ছোটব‌েলায় আমার মাথা কি পাগল ছিল নাহলে কি এমন ভূলে যাওয়া বা ভূল করা সম্ভব! যা হোক বলব যখন অঙ্গীকার করেছি বলতেই হচ্ছে।
পঞ্চম পর্ব- চোরের ভূল।
তখন কলেজে পড়ি। 1982 -85 র মধ্যে কোন একটা সময়। আগের পর্বে জানিয়েছি আমি দিদির ঘরে থেকে পড়তাম, সাইকেলে কলেজ যেতাম। যেদিন দরকার হত বই এর সঙ্গে থলে ও নিয়ে যেতাম। কলেজের ক্লাস শেষে বিকেল বেলায় বাজার হয়ে তবে ঘরে ফিরতাম। বাজারের ভেতর টা খুব কনজেস্টেড ছিল তাই সাধারণত সাইকেল ভেতরে নিয়ে যেতাম না। জি টি রোড শহরের মাঝখান দিয়ে গেছে যার বাইপাশ ধরে কলেজ যাওয়া আসা করি। ঐ জিটি রোড আর বাজারের মাঝে যে ফুটপাথ তাও দোকান ,হকারে ভরা...