...

8 views

458) Stories and Reality. (গল্প ও বাস্তবতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒
458) Stories and Reality. (গল্প ও বাস্তবতা।) - Written by @junayedmn1 Junayed Ashrafur Rahman ✒

"It's impossible to write a story that mimics reality."

#Literature #Reality #Wisdom

If you want to write a story by imitating reality, it will not be possible.

Because if you want to apply the imagination of the mind in the environment of reality, it will be inconsistent.

For example: In my novel "In The Forest of Assam" I have described taking a pistol to a hotel, injuring Mofiz Bhai of Gulshan etc. But in reality that is impossible.

Because, it is impossible to carry a pistol in a five star hotel due to security measures.

Again, in the place where I have described the injury of Mofiz Bhai, in reality it is impossible to do so due to security reasons.

But in my story I did that.

Similarly, in Ravi Tagore's supernatural stories, the stories of Jules Verne, H. G. Wells, Sir Haggard, Edgar Rice Barros, Satyajit Ray ... there are also inconsistencies with reality. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

"হুবহু বাস্তবতার অনুকরণে গল্প লিখা অসম্ভব।"

বাস্তবকাকে হুবহু অনুকরণ করে গল্প লিখতে চাইলে সেটা সম্ভব হবে না।

কেননা মনের কল্পনাকে বাস্তবতার পরিবেশে প্রয়োগ করতে চাইলে সেটা অমিল হবে।

যেমন : আমার উপন্যাস "আসামের জঙ্গলে" তে হোটেলে পিস্তল নিয়ে যাওয়া, গুলশানের মফিজ ভাইকে আহত করা প্রভৃতির বর্ণনা আমি করেছি। কিন্তু বাস্তবে সেটা অসম্ভব।

কেননা, ফাইভ স্টার হোটেলে নিরাপত্তা ব্যবস্থার কারণে পিস্তল নিয়ে যাওয়া অসম্ভব।

আবার যে স্থানে মফিজ ভাইকে আহত করার বর্ণনা করেছি, বাস্তবে সেই স্থানে নিরাপত্তার কারণে সেটা করা অসম্ভব।

কিন্তু আমার গল্পে আমি সেটা ঘটিয়েছি।

তেমনি রবি ঠাকুরের অতিপ্রাকৃত গল্প সমূহে, জুল ভার্ন, এইচ জি ওয়েলস, স্যার হ্যাগার্ড, এডগার রাইস বারোস, সত্যজিৎ রায়... এর গল্প - উপন্যাসেও বাস্তবতার সঙ্গে অমিল ঘটনার সংযোজন আছে। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
© Junayedmn1 Junayed Ashrafur Rahman