মিত্র চতুষ্টয় এর পরীক্ষা অভিযান
কৃষ্ণনগর স্টেশন ,সময় সকাল 7.40 পি আর পিউ দুইজনে মিলে হন্ত দন্ত হয়ে স্টেশন এ পৌঁছালো। ও আরেকজন আছে।সাথে কাকিমা মানে পিউ এর মা।পি আর পিউ যেখানেই যায় ,কাকিমা ও সাথে যায়। ট্রেন টা মাতৃভূমি লোকাল।8.40 এ ছাড়বে প্ল্যাটফর্ম নম্বর 2 থেকে। যথা রীতি প্ল্যাট ফর্মে এসেই পিউ একটু জল খেয়ে নেই।আর মুখে বলতে থাকে ' এই মেয়েটা যদি একদিন ঠিক সময়ে এসে পৌঁছায়'।আরেক জন আসছে ,তার নাম ' টি ' এই নাম টা বন্ধুদের দেওয়া। সঙ্গে সঙ্গে ট্রেনের ঘোষণা 'মাতৃভূমি লোকাল' শিয়াল দহ যাওয়ার গাড়ি দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ছোট্ ছোট্ বলে ওরা ট্রেনে উঠলো।হটাৎ ফোনে রিং বেজে উঠলো। 'এই তোরা কোথায়? আমি এই স্টেশন এ পৌছালাম বুঝলি তো? ' তাড়াতাড়ি আয় আমরা ওভার ব্রিজের কাছেই যে কামড়া টা ঐটাই উঠেছি বলেই পি ফোন টা কেটে দিলো।অবশেষে ট্রেন ছাড়ার চূড়ান্ত ঘোষণা।টি এসে হাজির, ট্রেন ও ছাড়লো।ব্যাগ রেখে ঘেমে সিট টা সিকিউর করে বলতে শুরু করে আজ আমি বাস পাচ্ছিলাম না জানিস তো...খুব বড় একটা...