...

3 views

" বিহা "
・বিহা・( বাংলা ও সাঁওতালি ভাষা মিশ্রিত একখানি ছোট গল্প )
[ মাদুলপুরের দুজন সাঁওতালি ছেলে-মেয়ের প্রেমকেন্দ্রিক আলাপের কৌণিক গল্প ]
.
.
.
মাদুলপুর গ্রামের সুন্দরী এবং লক্ষ্মীমন্ত মেয়ে কঙ্কা।গ্রামের প্রতিটা মাঠের ভাঁজে তার পায়ের ছাপ আকাশের দেহে প্রফুল্ল আনতো।তার ওই হাঁটু অব্দি লালপেড়ে মিঠে পানসবুজ শাড়ি;একহাত রেশমি চুরি;পায়ে নুপুর,চুটকি;কানে ঝুমকোলতা,আর থুতনির নীচে আঁকা তিনখানা বাহারি কল্কা যেন নব্যযুগের কোনো শ্বেতপাথরের ভাস্কর্য!তার চেহারার এই অমোঘ সাজঘর দেখার সৌভাগ্য হয়েছিল একমাত্র অর্চির। " এ কঙ্কা তুকে তো আজ মুয়নাপাখির মুতো দেখতি টো লাগছে বটে!তা এইখানটোতে দাঁড়াইটো আছিস কেনে?"
" আ মরলু যা!কি যে বলিস তু মুখপুড়া!আর আমার পরহানটো বাঁচে না!আর তু তো জানিস,এই গেরামখানা আমাগো বড্ড প্রিয়টো বটে।এই মাটির সুঁদা গন্ধখান আমার হৃদয়ের স্রোতটোতে রামধনুর স্তরটো আঁকে।জলের মতো পেরানটাকে ধরে টো রাখে।তো এইখানটোতে আসবোক লাই তো আর কুথাকে যাবো বল কেনে?"
" বটে!হ বুঝলাম কেনে। তা সকাল...