গল্প: ভগবানের পরাজয় ।
গল্প: ভগবানের পরাজয় ।
2024 এর মে মাস টা যেন আর কাটতে চাইনা যেমন গরম তেমনি জলকষ্ট, লোকেদের মধ্যে বিশেষত যারা বাইরে কম বেড়োয় বা বেড়োলেও ছায়াতে , ঘরে বা অফিস মধ্যে কাজ তাদের মধ্যে ও ত্রাহি ত্রাহি রব।
একবার আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। আমি শুধু বলেছিলাম - এরকম তো সববারই হয় ,সহ্য করা ছাড়া কি উপায় ? যা হোক পেপারে ও গরম আর জলকষ্ট নিয়ে অনেক প্রতিবেদন দেখা যাচ্ছিল। তার মধ্যে একটা ছিল যাগ যজ্ঞের প্রস্তুতি। যাগজজ্ঞ হল ও। তখন জুন মাস পড়ে গেছে একদিন খুব বৃষ্টি হল । সাইক্লোন ছিল । কেউ কেউ বল্ল যাক বাবা বাঁচলাম । পরদিন থেকে আবার সেই ,কি গরম ,বৃষ্টি হয়ে যেন গরমটা আরো বেড়ে গেল ।
এভাবে জুলাই এসে গেল , আবহাওয়া দপ্তর বলছে 6 তারিখ থেকে মৌসম বায়ুর বৃষ্টি শুরু হবে , পঃ বঙ্গ ঝাড়খন্ড ইত্যাদি স্থানে। আমার এক বন্ধু সাংবাদিক, কয়েকদিন ই হল বদলি হয়ে এসেছে। আমার কাছে উঠেছে।
বৃষ্টি শুরু সাত সকালে ,আমি ওর সঙ্গ নিলাম । আজকের টাস্ক ছিল বৃষ্টি নিয়ে মানুষের প্রতিক্রিয়া জানা । অনেককে টুকরো টুকরো ভাবে জিজ্ঞাসা করা হল রাস্তা ঘাটে, বাসস্ট্যান্ডে, বাজারে ,ইস্কুলে, খেলার মাঠে, ক্ষেত খামারে ,চাল কলে, ফ্লাই ওভারের নীচে, দোকানে ,রেল গেটে , মন্দিরে ইত্যাদিতে। সারাংস টা ছিল এরকম। ...
2024 এর মে মাস টা যেন আর কাটতে চাইনা যেমন গরম তেমনি জলকষ্ট, লোকেদের মধ্যে বিশেষত যারা বাইরে কম বেড়োয় বা বেড়োলেও ছায়াতে , ঘরে বা অফিস মধ্যে কাজ তাদের মধ্যে ও ত্রাহি ত্রাহি রব।
একবার আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছিল। আমি শুধু বলেছিলাম - এরকম তো সববারই হয় ,সহ্য করা ছাড়া কি উপায় ? যা হোক পেপারে ও গরম আর জলকষ্ট নিয়ে অনেক প্রতিবেদন দেখা যাচ্ছিল। তার মধ্যে একটা ছিল যাগ যজ্ঞের প্রস্তুতি। যাগজজ্ঞ হল ও। তখন জুন মাস পড়ে গেছে একদিন খুব বৃষ্টি হল । সাইক্লোন ছিল । কেউ কেউ বল্ল যাক বাবা বাঁচলাম । পরদিন থেকে আবার সেই ,কি গরম ,বৃষ্টি হয়ে যেন গরমটা আরো বেড়ে গেল ।
এভাবে জুলাই এসে গেল , আবহাওয়া দপ্তর বলছে 6 তারিখ থেকে মৌসম বায়ুর বৃষ্টি শুরু হবে , পঃ বঙ্গ ঝাড়খন্ড ইত্যাদি স্থানে। আমার এক বন্ধু সাংবাদিক, কয়েকদিন ই হল বদলি হয়ে এসেছে। আমার কাছে উঠেছে।
বৃষ্টি শুরু সাত সকালে ,আমি ওর সঙ্গ নিলাম । আজকের টাস্ক ছিল বৃষ্টি নিয়ে মানুষের প্রতিক্রিয়া জানা । অনেককে টুকরো টুকরো ভাবে জিজ্ঞাসা করা হল রাস্তা ঘাটে, বাসস্ট্যান্ডে, বাজারে ,ইস্কুলে, খেলার মাঠে, ক্ষেত খামারে ,চাল কলে, ফ্লাই ওভারের নীচে, দোকানে ,রেল গেটে , মন্দিরে ইত্যাদিতে। সারাংস টা ছিল এরকম। ...