হারিয়ে কেন গেলে
আপনাকে হারিয়েছি কীনা জানা নেই,আবার ফিরে পাব কীনা সেটাও জানা নেই। তবে আপনার জন্য ভাবনাতে ব্যাস্ত ছিলাম,,, মোটামুটিভাবে চারটি বছর। বলার আছে অনেক কিছু,,,,হয়তো আপনি এটা পড়ার সময় পাবেন অথবা খুব সহজেই এড়িয়ে যাবেন,,, কিন্তু আমার এই অব্যক্ত উক্তি গুলো একমাত্র আপনারই জন্য। আমি জানি আপনি এই গ্রুপের একজন সদস্য,,,তো মোটামুটিভাবে,,, এই কথাগুলো আপনার সামনে পড়তেই পারে,,,,, তখন জেনে নিবেন আপনার প্রতি থাকা একজন উপেক্ষিত মানুষের চিন্তার পরিধিটুকু। একজন সৌভাগ্যশীল মানুষ হিসেবে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে , তার নিজস্ব আবেগ, অনুভূতিকে প্রকাশ করার।কিন্তু কিছু কিছু দুর্ভাগ্যের অধিকারীর ক্ষেত্রে বা স্হানভেদে সেই সব আবেগগুলো প্রকাশ করার মত সামর্থ্য সবার থাকে না। আমি সেই দুর্ভাগা,,,, জীবনে সব সময়ই নিজেকে সব প্রিয় বস্তুু অথবা ব্যাক্তিদের সংস্পর্শ হতে বঞ্চিত রেখেছি।কিন্তু সারাটাজীবনই কি আমি নিজের আকাঙ্খা হতে শত হাত দূরে থাকব!! জীবনে কী এটাই আমার চরম সত্য,,,,আর জীবনে ক্যারিয়ারে ব্যার্থ হওয়াটাই কি সারাজীবনের পরাজয়? জানি না,,,,। আমি সেকারণেই আজ আপনার কাছে কিছু চরম সত্য কথা প্রকাশ করতে চাই,,,,জানিনা আপনি আমার এই ভাবনা গুলোর অন্য অর্থ বের করবেন কীনা! তা আমার জানা নেই। তবে আমি আশা রাখি,,,,,আপনি হয়তো আমার কথাগুলোে একটু গুরুত্ব সহকারে মূল্যয়ন করবেন।আমি সেই অধিকার থেকে একটা সত্যি কথা...