...

5 views

সমাজ
-কিরে কতো পেলি মাধ্যমিকে?
চোখ ছলছল করে সৌম্যর মুখ থেকে উত্তরটা এলো "330 কাকু "
- ইস 330 ওটা তো সবাই না পড়েই পেয়ে যায় আমার বাবু কে দেখে শেখ 621 পেয়ে পুরো school মাতিয়ে দিয়েছে.
কিছু বলতে পারলো না আর ছেলেটি তখন কাঁদতে কাঁদতে ঘরের এককোনায় চুপ করে বসে রইলো ....
6 বছর পর,
কাকুর ছেলে আজ বিদেশ পাড়ি দেবে কিন্তু সৌম্য আসতে পারবে না 'indian army 'তে আছে যে সবসময় আর কি ছুটি পাওয়া যায়?
একটু পরেই phone আসলো সৌম্যর বাড়িতে "আমি army headquarter থেকে বলছি আপনাদের সৌম্য আর নেই ও শহীদ হয়েছে..."
শুনেই তার বাবার হাত থেকে phone টা পড়ে গেলো বাড়িতে শোকের ছায়া ...
-"আরে আমি তো ওকে বুঝিয়েছিলাম ভালো করে পড় ইস তখন আমার কথা শুনলে আজ আমাদের এমন দিন দেখতে হতো না "কন্ঠটা একটু করুনের সুরে করে বলে উঠলো তার কাকু


দেশে army থেকে আর বড়ো চাকরি নেই ওদের তো সৌম্যর জন্যে গর্ব হওয়া উচিত ছিলো. সমাজে সকলপ্রকার মানুষকেই দরকার শুধু দরকার নেই তাদের যারা কাউকে demotivation করার একটু ও সুযোগ ছাড়ে না...

© sumanmaity poetry