...

0 views

কোয়ারেন্টিন
বিবেক এখন হোম কোয়ারেন্টিনে। অভিককে করোনা পজিটিভ পাওয়ার পর বিগত দশদিন ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই।অথচ সেই অভিককে ছাড়া বিবেকের একটা দিনও কাটতে চায় না। অভিক আর বিবেক বেস্ট ফ্রেন্ড।পাড়ার মোড়ের বাবলুদার চা দোকান টা বন্ধ হওয়ার পর থেকে ওদের রোজ বিবেকদের বাড়িতেই আড্ডা হতো।কিন্তু অভিকের কোরোনা ধরা পড়ার পর,এখন তার বিবেকদের বাড়ি আসা বন্ধ হয়েছে। বিবেকেরও স্যাম্পল পাঠানো হয়েছে টেস্ট এর জন্য।
বিবেক ফোনটা হাতে নিয়ে ওয়েব সার্চ করলো, করোনার সিম্পটমগুলো আর একবার ভালো করে পড়ার জন্য। আর সাথে সাথেই তার কাশি শুরু হলো, ২-৫ বার কাশির পর সে সামলে নিয়ে আবার পড়তে শুরু করলো। হটাৎ যেন মনে হল মাথাটা ব্যাথা করছে।অজান্তেই গালে হাত দিয়ে মনে হল যেন শরীরের উষ্মতাটা বেড়েছে। তারপর হটাৎ বুঝতে পারল স্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছে । মাথাটা ঝিম ঝিম করতে লাগলো বিবেকের। অভিককে মনে পড়তে লাগলো খুব।একটু একটু করে বিবেক কোরোনা আতঙ্কে নিম্মজিত হতে লাগলো। শেষমেষ এই আতঙ্ক থেকে বিবেককে তুলে আনল একটা ফোন কল। অভিকের বাবা ফোন করেছেন।সে উঠে দাঁড়ালো।বিবেক যেন একটা অশুভের ইঙ্গিত অনুভব করল।অভিকের মৃত্যু ছাড়া আর কিছু কল্পনা করতে পারল না সে।কল টা রিসিভড অবস্থায় ফোনটা বিবেকের হাত থেকে পড়ে গেল। আর তার সাথেই জ্ঞান হারিয়ে ফোনটার ঠিক পাশেই মাটিতে লুটিয়ে পড়লো বিবেক।
ফোনের ওপার থেকে একটা কন্ঠ ভেসে এলো,
""আমি অভিক বলছি রে।আমি এখন পুরোপুরি সুস্থ।আর তোর টেস্ট রেজাল্টও নেগেটিভ এসেছে।""
© itz sp's