কোয়ারেন্টিন
বিবেক এখন হোম কোয়ারেন্টিনে। অভিককে করোনা পজিটিভ পাওয়ার পর বিগত দশদিন ওদের মধ্যে কোনো যোগাযোগ নেই।অথচ সেই অভিককে ছাড়া বিবেকের একটা দিনও কাটতে চায় না। অভিক আর বিবেক বেস্ট ফ্রেন্ড।পাড়ার মোড়ের বাবলুদার চা দোকান টা বন্ধ হওয়ার পর থেকে ওদের রোজ বিবেকদের বাড়িতেই আড্ডা হতো।কিন্তু অভিকের কোরোনা ধরা পড়ার পর,এখন তার...