...

3 views

``133 বছর পর বাংলাদেশ প্রজাপতি বাদুরের সন্ধান~~
~~১৩৩ বছর পর বাংলাদেশে প্রজাপতি বাদুড়ের সন্ধান~~

~বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২৭ জুন ২০২১~
১৩৩ বছর পর বাংলাদেশে প্রজাপতি বাদুড়ের সন্ধানছবি-অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান
টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানের একটি কলাগাছের পাতায় বিশ্বের সবচেয়ে সুন্দর ‘পেইন্টেড ব্যাট’ বা প্রজাপতি বাদুড়ের সন্ধান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মনিরুল হাসান খান।

রোববার (২৭ জুন) তিনি জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

‘পেইন্টেড ব্যাট’ নামক এ বাদুড়টি ১৩৩ বছর ধরে বাংলাদেশে দেখা যায়নি। সর্বশেষ ১৮৮৮ সালে যুক্তরাজ্যের...