...

2 views

গল্প: স্বপ্নের কিনারা।
গল্প: স্বপ্নের কিনারা।

অনেক দিন আগের কথা হয়ত 1975- 80 সাল হবে । তখন মাঝে সাঝে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার একটা চল আমার মধ্যে ছিল। যেমন মাছধরা, কুল পাড়া, মারা মারি করা , উঁচু থেকে নীচুতে পড়ে যাওয়া, ঘরে চোর পরা , খেলা করা ইত্যাদি। তবে হ্যাঁ এত বছর বাঁচলাম কোন ভগবান টগবান আমার কাছে স্বপ্নে আসেনি মনে হয় ভয়েই আসেনা পাছে আদনান স্বামীর মত বাংলো গাড়ী চেয়ে বসি। তবে এক দিন রাতে একটা ভিন্ন ধরণের অদ্ভূত স্বপ্ন দেখেছিলাম যেটা কাউকে বলার মত কিনা সেটাই বুঝতে পারছিলাম না পাছে লোকে আমাকে পাগল বা বোকা বলে। তার...