...

0 views

কালাপানির কেলেঙ্কারি
ভারতের বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ গুলি প্রকৃতিতে যেমন মনোমুগ্ধকর তেমনি তারা নিজেদের মধ্যে অনেক গোপনীয়তা ধারণ করে। ব্রিটিশদের অত্যাচার তখন চরমে। জেলের পাশাপাশি স্থানীয় লোক জন ও তাদের ওপর নির্যাতন চালায়। ১৯৪২ সালের ২৩ মার্চ জাপানিরা কালাপানির ভূমিতে প্রবেশ করে এবং চারদিক থেকে ঘিরে ফেলে তাকে নিয়ন্ত্রণে নেয়। এখান থেকে ২৩ জন ব্রিটিশ অফিসারকে বন্দী করে সিঙ্গাপুরে পাঠানো হয়। এখন কালাপানির এই ভূমি ব্রিটিশদের হাত থেকে জাপানিদের হাতে চলে গেছে। কিন্তু এই সুখ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ ছিল। একই সন্ধ্যায় জাপানি সেনারা শহরে লুটপাট শুরু করে এবং মহিলাদের সাথে দুর্ব্যবহার করে।এই নিষ্ঠুরতা এড়াতে একটি শান্তি কমিটি গঠন করা হয় এবং তার পুরো দায়িত্ব ডাঃ দিওয়ান সিং কে দেওয়া হয় । স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে ব্রিটিশরা তাকে রেঙ্গুনে পাঠায়। এর পর তিনি...