সবুজ কালী
হুগলি জেলার সুপ্রাচীন বর্ধিষ্ণু গ্রাম হরিপাল। হরিপাল অঞ্চলের একটি ছোট জনপদ শ্রীপতিপুর। এই গ্রামের অধিকারী পরিবারেই দীর্ঘদিন যাবৎ পূজিতা মা সবুজ-কালী। দেবীর এমন রূপের নেপথ্যে অবশ্য এক অলৌকিক কাহিনি রয়েছে। দেবীর প্রতিষ্ঠা হয়েছিল বটকৃষ্ণ অধিকারী। অধিকার পরিবার বৈষ্ণবমতে দীক্ষিত। বাড়িতেই নিত্য সেবা পান নারায়ণ।
অধিকারী বাড়ির মা কালী ব্যাতিক্রম। এখানে মা গায়ের রঙ কচি কলাপাতার মতো সবুজ। লোক কথা অনুযায়ী দরিদ্র বৈষ্ণব পরিবারের বটকৃষ্ণ অধিকারীর বৈষ্ণব সুলভ আচরণ ছোট থেকেই। সংসারে মতি নেই, মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন। কথিত তিনি মাঠে...
অধিকারী বাড়ির মা কালী ব্যাতিক্রম। এখানে মা গায়ের রঙ কচি কলাপাতার মতো সবুজ। লোক কথা অনুযায়ী দরিদ্র বৈষ্ণব পরিবারের বটকৃষ্ণ অধিকারীর বৈষ্ণব সুলভ আচরণ ছোট থেকেই। সংসারে মতি নেই, মাঠে ঘাটে শ্মশানে ঘুরে বেড়াতেন। কথিত তিনি মাঠে...