...

0 views

ঝাড়েশ্বর মন্দির
আজ বলবো সাড়ে তিনশো বছরের প্রাচীণ এক শিবমন্দির গল্প। লোক বিশ্বাস অনুযায়ী এখানে প্রার্থনা করলে নাকি সব ইচ্ছে পূরণ হয়। তাই স্থানীয়রা এই শিবমন্দিরকে ইচ্ছে পূরণের মন্দিরও বলে থাকেন । পশ্চিম মেদিনীপুরে চারপাশ গা ছম ছম করা পরিবেশ একেবার জঙ্গল বেষ্টিত এই মন্দির । তবু জঙ্গল পেরিয়েই এখানে আসেন ভক্তরা।
মেদিনীপুর থেকে আনন্দপুরের দূরত্ব ২৫ কিমি, সেখানেই ঝাড়েশ্বর শিব মন্দিরটি অবস্থিত ।পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের কানাশোল গ্রামে অবস্থিত এই মন্দিরটির ঠিক পাশেই রয়েছে ১৪ একরের বিশাল দিঘী আছে। ভক্তরা এই দীঘিতে ডুব দিয়ে স্নান করে সেই দীঘির জল নিয়ে শিবের মাথায় ঢেলে দেন।
এতে নাকি অসুখ বিসুখ থেকে...