...

1 views

"প্রেমের প্রস্তাব!!"
সত্যিই দারুন লাগছে এখন.....সামনে আমার ঘরটাকে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি, নিজের ওপরই গর্ববোধ হচ্ছে ,তবে এত সাজানো-গোছানোর কারণও আছে...নাহলে আমার মত একজন অলস ছেলে ,যে একটা জলের বোতল আনতেও মাকে ডাকে....সে এত কিছু করেছে....
আসলে আজ আমি আমার প্রেমিকাকে নিজের মনের কথা বলবো......জানিনা কি হবে আজ.....একটু বেশিই ভয় লাগছে ।
এসব ভাবতে ভাবতেই হঠাৎ ফোনটা বেজে উঠলো,দেখলাম তানিয়া ফোন করেছে..ফোনটা তুলতেই সে বলে উঠলো.....
-" কি রে,চলে এসেছি আমি, গেটটা খোল এবার।"
বাড়ি থেকে বেরিয়ে গেটটা খুলে দিলাম....তানিয়া বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বললো:
-" কি রে,ঠিক আছিস তো??? আজ কিন্তু তোকে করতেই হবে....."
-" হ্যাঁ রে,করতে তো হবেই,কিন্তু অবস্থা বিশাল খারাপ ....."
পুরো কথা বলার আগেই তানিয়া বলে উঠলো:
-" ভাই,একি করেছিস তুই?????"
-" কেন,কি হলো?? ঘরটা ভালো লাগছে না!!!!"- একটু উত্তেজনার সাথেই বললাম।
-" ভালো হয়নি রে,এটাকে ভালো বলে না....এটাকে অসাধারণ বলে...ব্যাপক হয়েছে রে....আজ তো তোর প্রেমিকা মেনে যাবেই রে..."- আনন্দের সাথেই বলে উঠলো তানিয়া।
তানিয়ারও এসব ভালো লাগবে আশা করিনি,ভেবেছিলাম প্রতিবারের মত আমার সব কিছুতে খুঁতবার করবে সে। বললাম:
-" যাইহোক,তাহলে আমার এত কষ্ট বেকার গেলো না.....কি বলিস!!"
-" হ্যাঁ,সে তো বটেই,তবে তুই কিন্তু আমায় সেই মেয়েটার ব্যাপারে কিছু বলিসনি, কে সেই রাজকুমারী,যার জন্য এত কিছু??"- তানিয়া বলে উঠলো।
-" আরে, সময় এলে ঠিক জানতে পারবি...."- একটু লজ্জার সাথেই বললাম।
-" তবে কখন আসবে ও, ওকে কখন আস্তে বলেছিস??"- তানিয়া জিজ্ঞেস করলো.....
ঘড়ির দিকে তাকিয়ে থাকতে থাকতেই আস্তে আস্তে বললাম:
-"হ্যাঁ, সময় তো হয়ে গেছে ....আর সেও..."
-" হ্যাঁ, সে কি ,পুরো কথা বল..."- তানিয়া পুরো ঘর ঘুরতে ঘুরতে বলে উঠলো ...
-" আর সেও চলে এসেছে...."- বললাম আমি।
তানিয়া একটু আগ্রহের সাথেই আমার দিকেই এগিয়ে এসে বললো,
-" কি বলিস?? কোথায়???"
আমি একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রইলাম, ভেবেই ছিলাম এরমি উত্তেজিত হয়ে পড়বে সে, খালি ওর দিকে তাকিয়ে মুচকি হাসলাম।