...

1 views

"সব মজার ফলই কি মজার হয়?"
-" আরে,কি হয়েছে,তোর,এরম পাগলের মত ঘুরছিস কেন? " - বলে উঠলাম আমি,নন্দিনীকে এরম ভাবে পায়চারি করতে দেখে......
-" আরে তুই চুপ কর তো.... এমনি বিশাল টেনশনে আছি...তার ওপর এরম বকিস না তো..."- বলে উঠলো নন্দিনী।

-" বাহঃ,রে বাহঃ....আমার বাড়িতে এসে,কিছু দরকারি কথা জানানোর আছে বলে... এখন আমারই ওপর রাগ দেখাচ্ছিস..."- একটু খোঁটা দিয়েই বললাম।

আমার খোঁটা শোনা মাত্রই তার নিজের একটু রাগই হলো, পরে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে আমার পাশে এসে বসলো..তারপর বললো:
-" এরকম বলছিস কেন রে.... আসলে যে কথাটা বলতে চাইছি,সেটা বলতে শুধু একটু সময় লাগছে...খুব টেনশনে আছি রে..."
-" বাবা রে...এমন কি আহামুরি বলবি রে...যে টেনশনে আছিস এত! "- বললাম আমি।
-" একটু অপেক্ষা কর ....দু মিনিট একটু চুপ থাক ,যা বলার তাই আমায় একটু বলতে দে..."-বলে উঠলো নন্দিনী।

ওর কথা মতো আমি আর কিছুই বললাম না, টেবিলে পরে থাকা খবরের কাগজটা তুলে নিলাম।
কিছুক্ষন পর,নন্দিনীই বলে উঠলো:
-" আচ্ছা,ভালোবাসা কখন হয়??...মানে কিভাবে বুঝবো যে আমি কাউকে ভালো বেসে ফেলেছি?"
-" হঠাৎ এই প্রশ্ন করার কারণটা কি জানতে পারি?"- খবরের কাগজ থেকে মুখ না সরিয়েই বললাম।
-" তুই আগে বল তো, তারপর কারণ বলছি....."- বলে উঠলো নন্দিনী।

কিছুক্ষন চুপই ছিলাম আমি,তারপর কাগজটা টেবিলে রেখে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে বললাম:
-" যখন তোমার কাউকে খুব ভালো লাগে.....মানে তার সাথে কথা বলতে,তার সাথে...