...

2 views

চাঁদসদাগর
প্রায় ২৩০ বছর আগে কফিলপুর গ্রামে এক বনিক বাস করতো। তাঁর নাম ছিল চাঁদসদাগর। তাঁর ছিল তিন কন্যা। ছোটো কন্যার নাম চাঠু। বড়ো কন্যার নাম সুটু। আর মেজো কন্যার নাম দানি। বাবা চাঁদসদাগরের কাছে বড়ো কন্যা সুটু ছিলো খুব প্রিয়। মা উদারানির কাছে ছোটো কন্যা চাঠু ছিলো খুব আদরের। আর মেজো কন্যা বাবা ও মা উভয়ের কাছেই ছিলো কিছু কম আদরের। তবে বাবা চাঁদসদাগরকে তিন কন্যাই ভয় পেতো। একদিন চাঁদসদাগর অত্যাবস্যকিয় পন্য নিয়ে সিংভুম পেরিয়ে ভারত মহাসাগরের দিকে যাচ্ছিল‌। এইদিকে আবার ভারত মহাসাগরের কিছু অংশ অবরোধ করে রেখেছে ভুস্যামিত্র। তার বয়স হবে ৪০ বছর। সে এখনও বিয়ে করেনি। চাঁদসদাগরের বানিজ্যের পথে সব থেকে বড়ো কাঁটা ছিল ভুস্যামিত্র। চাঁদসদাগরের জীবনে একটা বড়ো সংকট নেমে এলো। চাঁদসদাগরের ব্যবসার একটা বড়ো অংশ ক্ষতি হয়ে গেলো। তাই চাঁদসদাগরের ছোটো মেয়ে শুরু করলো তন্ত্র মন্ত্র। বামদিকে কেতুগড় থেকে ডানদিকে সংকালন্ন পর্যন্ত একটা তন্ত্র রেখা কল্পনা করলো। যাতে ভারত মহাসাগর থেকে সিংভুমে আসার পথে ভুস্যামিত্র বসে এসে যায়। অবশেষে তাই হলো। ভুস্যামিত্র বসে এসে গেলো। তন্ত্র মন্ত্রের দ্বারা ভুস্যামিত্রের সব ব্যবসা ডুবে গেলো। চাঁদসদাগরের ব্যবসা আবার আগের মতো চলতে লাগলো।
© All Rights Reserved