...

2 views

"মা দুর্গার প্রভাব"
-" তাহলে এবার বল,এই ঝিল পাড়ে ডাকার কারনটা কি ?? - আমার পাশে বসে কথাটা বলে উঠলো যামিনী।
-" কিছুই না রে......জানিস, মনটা হালকা হয় যখন কাউকে নিজের মনের সব কষ্ট খুলে বলা যায়..."- বললাম আমি।
-" বুঝলাম , নিশ্চয়ই আবার পরিবারে অশান্তি....আবার ঝগড়া হয়েছে,তাইতো??"- যামিনী বলে উঠলো।
-" হ্যাঁ,প্রতিবারের মতো..."- শান্ত গলায় বললাম ।
-"ঝগড়া যখন হয়েছে,তখন তার বিষয়টাও কি একই ....সেই তোকে নিয়ে!!!...."- জিজ্ঞেস করলো যামিনী।
মাথা নাড়লাম আমি,বললাম -
-"ওদের অনুযায়ী এখনকার যুগের ছেলেমেয়েদের সেই জ্ঞানবুদ্ধি নেই,বদ্রতার অভাব,তাই আমি কি পারবো বাড়ির এই দুর্গা পূজাকে বজায় রাখতে??.... এরম যত্তসব আজগুবি প্রশ্ন....."
-" বুঝতে পারছি তোর মনের অবস্থা.."- যামিনী বললো।
-" আরে,ওরা কি বোঝে না এটা, আমি ওদেরই পরিবারের ছেলে,আমার ওপর একটু তো বিশ্বাস রাখতে পারে.....তার ওপর ওরা বলে আমার বিয়ের পর ,আমার স্ত্রীও কি বুঝবে এই গোটা পুজোর গুরুত্ব!!সেও তো এই যুগেরই মেয়ে....."- বলতে বলতে উত্তেজিত হয়ে গেছিলাম, এবার একটু শান্ত হয় বললাম-
-" দেখ ,জানি আমরা একে অপরের পরিবারকে আমাদের সম্পর্ক নিয়ে জানিয়েছি,বিয়ের জন্যও মানিয়ে নিয়েছি,কিন্তু এরম বললে মাথা কি ঠিক থাকে বল...."
-" সোজা কথায় বল তো,আমাকে নিয়েই কথা উঠেছে....চিন্তা নিচ্ছিস কেন,কথায় আছে তো 'kuch to log kehenge,logo ka Kam hai kehena'..... তাই চিন্তা নিস না,এই আগস্টে তো আমাদের বিয়ে নাকি,তারপর এইবারের পুজোয় কেমন দায়িত্ব নেবো,সেটা তখন তারাই দেখে নেবে,কি বলিস?..." এই বলে হাসলো যামিনী।
সত্যি ওকে দেখে আমারও মুখে হাসি ফুটলো,সত্যি বলতে এই মা দুর্গার ওপর আর যামিনীর ওপর বিশ্বাস তো আছে,এমন কি গতবছর দুর্গা পুজোতেই তো প্রথম দেখা আমার যামিনির সঙ্গে। আর মা নিজের শশুরবাড়ি যাওয়ার আগেই আমার কপালে যামিনীর নাম লিখে দিয়েছিলেন, মানে আমাদের সম্পর্কও শুরু তো ওনারই জন্য.....

* * * * * * * * *

আজ মহালয়া,সত্যি বলতে আমার আর যামিনীর বিয়ের পর এটাই প্রথম দুর্গা পূজা,তাই চিন্তা তো আছে....
একে তো মা দুর্গার পূজা দারুন ভাবে করতে হবে,তার ওপর পুরো পরিবারকে ভালোভাবে জবাবও দিতে হবে.....তাই পুরো দমে লেগে গেছিলাম আমরা....
সপ্তমীতে ঘোট ওঠা,অষ্টমীতে অঞ্জলী.....এরম করে কাটতে কাটতে নবমী রাত্রে যখন মায়ের মন্দিরের সামনে বসেছি,মনে হলো ,মাকে কি আমরা সন্তুষ্ট করতে পারলাম!!জানি না সত্যি,অনেক কিছু মনে হতে লাগলো...
এরই মধ্যে ,যারা যারা খোঁটা দিয়েছিল এক সময়,তারা নিজে এসে বেশ প্রশংসাই করে গেছে,ধীরে ধীরে যামিনীও যেন পুরো পরিবারের সাথে খুব সহজেই মিশে গেছে।
তবে এই টুকুনি বুঝেছি,পুজো মানে আমরাই খালি মায়ের চিন্তা করি তা নয়,মা দুর্গাও আমাদের কথা নিশ্চয়ই ভাবেন...নাহলে এতো সহজেই পরিবারের ঝগড়া মিটলো কি করে....
জানি না,সেই চারটে দিন কিভাবে কাটলো,তবে দশ মিনিটের মধ্যে কেটে গেলো মনে হলো...আজ বসে আছি আমি আমার পরিবারের সাথে,পাশে যামিনী বসে....অনেক কিছু কথার পর ,হঠাৎ যামিনী আর আমার বিষয় কথা শুরু হলো....
অনেকে অনেক কিছুই বললো,কিন্তু পরে বাবা এসে বললো:
-" জানিস বাবু,আর আমার চিন্তা নেই,তুই মায়ের পুজো ভালোভাবে করতে পেরেছিস, এটাতেই খুশি...."
সত্যি বিশাল খুশি লাগলো এটা শুনে ,যামিনীকে বললাম:
-" ঠিকই বলেছিলে,ভালোভাবেই দেখিয়ে দিয়েছো সবাইকে...."
যামিনীও হেঁসে বলল:
-"দেখাতে তো হবেই,আর আমাদের সবকিছুতেই মা দুর্গার ভূমিকা কিন্তু কম নয় ...."
তখনই পেছন সপরিবার জুড়ে চিৎকার করে উঠলো: " জয় মা দুর্গা: আসছে বছর,আবার হবে.."