মুড সুইং
মিস অর্পিতার পিছনে বহুদিন পরে ছিলাম। উরতি মডেল, ছিপছিপে, লোভনীয় শরীর, বিছানায় পাবার লোভটা ছিলো অনেক দিন। আজ সুযোগ পেলাম। ওর কথার মায়াবী মুগ্ধতায় লিফ্ট থেকে শুরু করে, স্নান ঘরে, এক পশলা আদরে ভিজিয়ে নিয়েছিলাম। কিন্তু ফ্রেস হয়ে যখন ওর উতলা যৌবন নিয়ে সমুদ্র স্রোতের মতো ঝাঁপিয়ে পরলো আমার তখন, কিছু ছাক্কা পাঞ্জা পুট পরে সবে। শ্বাস প্রশ্বাস দুরত্ব থাকে হঠাৎই আমি নিজেকে সরিয়ে ফেললাম । ও কিছুটা হকচকিয়ে গেলো আমার মুড ফেরানোর চেষ্টা করলো কিছুটা। কিন্তু ওর চুলে আমার চেনা সেই মধ্যবিত্ত ঘরের মেয়েটা গন্ধ যাকে আমি আজো ভুলতে চেয়ে লড়াই করি প্রতি মুহূর্তে। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। শহরে চেনা রাস্তায়, হাঁটতে চাই কিছুক্ষণ।
আমিও গরীব ঘরের ছেলে। আজ হয়তো এলকোহলের পরিমাণ বেশি নেওয়া হয়েছে।
রুইমাছ কাটাপোনা
লাল জল
সব স্ট্যাটাসের সিম্বল,
দুঃখ থাকুক যতো মনে।
ভালো লাগে জীবনে
মাগুর মাছের ঝোল
যুবতীর কোল,
আর এলকোহল।
আসলে বোধহয় মুড সুইং বলে কিছুই হয় না। ভালোবাসার অভাব হয়তো মুড সুইং এর কারণ।
মুড সুইং কী?
আমাদের সবারই বিভিন্ন কারণে মন খারাপ হয়ে থাকে। কিন্তু তা যদি বারবার ঘটে এবং কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ মন খারাপ থাকে তাহলে তা একটু চিন্তারই বিষয়। কারণ কারণ ছাড়া ঘন ঘন মেজাজের পরিবর্তন স্বাভাবিক কিছু নয়। এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 'মুড ডিজঅর্ডার'।
ডা. হেলাল আহমেদ বলেন, 'সাধারণ আবেগ, যেটাকে আমরা বলি দুঃখবোধ বা আনন্দবোধ সেটা কিন্তু আমাদের...
আমিও গরীব ঘরের ছেলে। আজ হয়তো এলকোহলের পরিমাণ বেশি নেওয়া হয়েছে।
রুইমাছ কাটাপোনা
লাল জল
সব স্ট্যাটাসের সিম্বল,
দুঃখ থাকুক যতো মনে।
ভালো লাগে জীবনে
মাগুর মাছের ঝোল
যুবতীর কোল,
আর এলকোহল।
আসলে বোধহয় মুড সুইং বলে কিছুই হয় না। ভালোবাসার অভাব হয়তো মুড সুইং এর কারণ।
মুড সুইং কী?
আমাদের সবারই বিভিন্ন কারণে মন খারাপ হয়ে থাকে। কিন্তু তা যদি বারবার ঘটে এবং কোনো কারণ ছাড়াই দীর্ঘক্ষণ মন খারাপ থাকে তাহলে তা একটু চিন্তারই বিষয়। কারণ কারণ ছাড়া ঘন ঘন মেজাজের পরিবর্তন স্বাভাবিক কিছু নয়। এই সমস্যাটিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে 'মুড ডিজঅর্ডার'।
ডা. হেলাল আহমেদ বলেন, 'সাধারণ আবেগ, যেটাকে আমরা বলি দুঃখবোধ বা আনন্দবোধ সেটা কিন্তু আমাদের...