...

3 views

just 5 minutes
নীলের ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল। ছাদের রেলিং এর ওপর বসে বসে আশা, ভাবছে যে আর কাকে ফোন করা যায়। খানিকক্ষণ পরেই সে মধুশ্রী কে ফোন করলো।
মধুশ্রী-"হ্যাঁ বল কি হয়েছে "
আশা -"না তেমন কিছুই না একটু কথা বলতে ইচ্ছা করছিল তাই আর কি ফোন করলাম তোকে।"
মধুশ্রী-"ও, তা তুই কি করছিস"
আশা-"এই বসে আছি রে।"
মধুশ্রী -"আচ্ছা ঠিক আছে শোনা, আমি তোকে পরে ফোন করবো আমার একটু কাজ আছে রে"
আশা -"আচ্ছা ঠিক আছে।"
মধুশ্রী সাথে সাথে ফোনটা কেটে দিলো।এবার ও ভাবছে যে ও রানী কে ফোন করবে, ওর ছোটবেলার খুব ভালো বন্ধু, মধুশ্রীও ওর খুব ভালো বন্ধু তবে বড্ড ব্যস্ত হয়ে গেছে সবাই আজকাল।
রানীর ফোনটা কিন্তু বেজে বেজেই কেটে গেল হয়তো কোন অপারেশনে ব্যস্ত আছে। আশা আর রানী দুজনে একসাথেই মেডিকেল এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নিয়েছিল কিন্তু আশার ভাগ্য টা ভালো নয়, হয়তো ও পরিশ্রমই করেনি সেজন্য ও চান্স পায়নি কিন্তু রানী ও চান্স পেয়ে গিয়েছিল। তবে...