অভিমান
অভিমান
ঘরিতে তখন সকাল দশ টা বাজে। আরোহী তার মাকে বলে ছুটতে ছুটতে বের হচ্ছিল বাড়ি থেকে আজ তার দেরি হয়ে গেছিল। আরোহী দারিয়ে ছিলো সেখানেই যেখানে ওহ সেই ছোটো বেলা থেকে দারিয়ে ছিলো।
বার বার হাতে থাকা ঘরিটা দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ চুল ধরে টানলো আরোহী চিৎকার করে বললো ছার বলছি অঙ্কু।
অঙ্কু যার জন্যে এতক্ষণ অপেক্ষা করছিল আরোহী। ওরা দুজনেই ফাস্ট সেমিস্টার পরছে। ছোটো বেলার বন্ধু ছিলো দুজনে।
আরোহী : কিরে তোর এতক্ষণে আসার সময় হলো। দেখতো এখন কটা বাজে ঋষভ স্যারের ক্লাস শুরু হয়ে গেছে এখন গেলে ক্লাসে ঢুকতে দিবে।
অঙ্কিত : আরে তুই রাগ করছিস কেন বলতো তোর জন্যে একটা জিনিস নিতে গিয়েই দেরি হয়ে গেল আর এমনিতেও আজকে ক্লাস করতে মন চাইছে না আমার।
আরোহী : তাই বলে তুই এরকম করবি আগে বললে আমি চলে যেতাম ।
অঙ্কিত : আচ্ছা নে সরি আর ভুল হবে না।
আরোহী : এখন কী করবো মাকে গিয়ে কী বলবো।
অঙ্কিত : তুই...
ঘরিতে তখন সকাল দশ টা বাজে। আরোহী তার মাকে বলে ছুটতে ছুটতে বের হচ্ছিল বাড়ি থেকে আজ তার দেরি হয়ে গেছিল। আরোহী দারিয়ে ছিলো সেখানেই যেখানে ওহ সেই ছোটো বেলা থেকে দারিয়ে ছিলো।
বার বার হাতে থাকা ঘরিটা দেখছিল। হঠাৎ পিছন থেকে কেউ চুল ধরে টানলো আরোহী চিৎকার করে বললো ছার বলছি অঙ্কু।
অঙ্কু যার জন্যে এতক্ষণ অপেক্ষা করছিল আরোহী। ওরা দুজনেই ফাস্ট সেমিস্টার পরছে। ছোটো বেলার বন্ধু ছিলো দুজনে।
আরোহী : কিরে তোর এতক্ষণে আসার সময় হলো। দেখতো এখন কটা বাজে ঋষভ স্যারের ক্লাস শুরু হয়ে গেছে এখন গেলে ক্লাসে ঢুকতে দিবে।
অঙ্কিত : আরে তুই রাগ করছিস কেন বলতো তোর জন্যে একটা জিনিস নিতে গিয়েই দেরি হয়ে গেল আর এমনিতেও আজকে ক্লাস করতে মন চাইছে না আমার।
আরোহী : তাই বলে তুই এরকম করবি আগে বললে আমি চলে যেতাম ।
অঙ্কিত : আচ্ছা নে সরি আর ভুল হবে না।
আরোহী : এখন কী করবো মাকে গিয়ে কী বলবো।
অঙ্কিত : তুই...