...

1 views

" বাস থেকে শুরু!! "
বাসে আর কতক্ষণই এরম চুপ করে বসা যায়,সুদীপ আর পারল না,সেই এই নিরবতা ভেঙে বললো:
-" তুই নিশ্চয়ই খুব বোর হচ্ছিস?"
সুপর্ণা বললো:
-" হ্যাঁ,হচ্ছি তো,কিন্তু ঠিক আছে..."
-" আরে,আগে বলবি তো,তাহলে তোকে একটা গল্প শোনাই...."- একটু উত্তেজনার সাথেই বললো সুদীপ।
সুপর্ণা সুদীপের দিকে তাকালো.....সে জানে যে সুদীপ গল্প লেখে,তাই হয়তো সে তাকে বাধা দিল না।
সুদীপ তার গল্প শুরু করলো :
-" আজ থেকে প্রায় ২০ থেকে ২৫ বছর আগে, এখনকার মতো Uber, Rapido ছিল না....তখন এই বাস, ট্রেনই ছিল যাতায়াতের মূল জিনিস,বিশেষ করে এই বাস। কারণ এই বাসেই আমাদের গল্পের নায়ক অনুপমের সাথে দেখা হয় গল্পের নায়িকা কাজলের। প্রথম সাক্ষাতেই বেশ ঝগড়া হয় তাদের,কিন্তু অফিস যাওয়ার পথে একি সময়ে বার বার দেখা হওয়ায় ধীরে ধীরে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারপর যেমন সময়ের সাথে সাথে অনেককিছু পাল্টায়,তেমনই এই বন্ধুত্বের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়........"
গল্পের মাঝেই সুদীপকে থামিয়ে সুপর্ণা বললো :
-"তোর এই সাধারণ রোমান্টিক গল্প বন্ধ কর তো...."
-" এটা কোনো সাধারণ রোমান্টিক গল্প নয়....."- একটু দুঃখের সাথেই বললো সুদীপ।
-" কেন??"- জিজ্ঞেস করলো সুপর্ণা।
-" কারণ এই গল্পের নায়ক অনুপম আর নায়কা কাজল হলেন আমার মা-বাবা..."- সুদীপ বললো।
-" ওরে বাবা,তোর মা-বাবার love-marriage???"- একটু বেশিই খুশি হয়ে জিজ্ঞেস করলো সুপর্ণা।
তারপর কিছুক্ষণ চুপ থেকে আবার বললো :
-" আচ্ছা,তাহলে তুই আমাকে তোর মা-বাবার এই গল্প বলছিস কেন??"
সুদীপ এবার হেসে সুপর্ণার দিকে তাকালো,তারপর বললো :
-" কারণ আমাদের সম্পর্কটাও আমি তাদের মতো শুরু করতে চাই....."