...

2 views

বডি শেমিং
"ইস, কি মোটা হয়ে গেছিস",
"আপনি তো এতো মোটা যে রোড রোলার এর বদলে রাস্তায় আপনাকে চালিয়ে দেয়া যায়",
"এবাবা এতো রোগা কেন রে তুই, খাস না নাকি? জোরে হাওয়া দিলে তো উড়ে যাবি" ,
"এমা এতো কালো রং একটু ফেসিয়াল টেসিয়াল কর রংটা পরিষ্কার হবে"
খুব চেনা না কথা গুলো? আপনার অবগতির জন্য জানাই এটাকে বডি শেমিং বলে এবং এটা একটা অত্যন্ত টক্সিক আচরণ। আপনি কি একবারও ভেবে দেখেছেন আপনার ওই কথা গুলো সেই মানুষটাকে কতখানি প্রভাবিত করতে পারে? সেই মানুষটা সঙ্গে ,সঙ্গে বলতে শুরু করেন "জানেন...