গড়বেতা নামকরণ
শিলাবতী নদীর তীরে অবস্থিত গড়বেতা মেদিনীপুরের শহর। । বাংলায ভাষায় গড় শব্দের অর্থ নালা বা খাল। পূর্বের গড়বেতা শহরের সীমানা একটি ছোট খাল দ্বারা ঘিরে ছিল। গড়বেতা এছাড়াও গড়হবেতা হিসাবে বানান করা যেতে পারে।
ইতিহাস কি বলে কোন রাজার গড় ছিলো?
আজকের গড়বেতা ও বগড়ী অঞ্চল অতীতে খ্যাত ছিল বকদ্বীপ নামে ।শিলাবতী নদীর জল এবং ঝড়ো হাওয়া শত শত বছর ধরে মাকরা পাথরের নদী খাত একটু একটু করে ক্ষয় করতে করতে আজ এখানে অসাধারণ প্রাকৃতিক গুহার সৃষ্টি করেছে।আদর করে একে বলা হয়- Grand Canyon of Bengal বলে।
দৈত্য বকাসুর এরকমই একটি গুহায় থাকতেন।তখন থেকেই এই জায়গার নাম ছিল বকদ্বীপ। মহাভারতের যুগে অনার্যদের বাস ছিল জঙ্গলাকীর্ন এই প্রাচীন জনপদে। । রাক্ষসরাজ বকাসুর ছিলেন এই জনপদের রাজ। ভীমের হাতে এই বকাসুর নিহত হয়েছিলেন । সেই সময় পঞ্চপান্ডব ছদ্মবেশে একাচক্রনগরে বসবাস করতেন , এই একাচক্র নগর আজকের একাড়িয়া গ্রাম। গড়বেতা ও বগড়ী পরগনাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক বিভিন্ন গ্রন্হ লিখেগেছেন। অনেক মতে হিড়ম্ব রাক্ষস বাস করতেন হিড়ম্বকবনে যেখানে হিড়ম্বকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেন। ...
ইতিহাস কি বলে কোন রাজার গড় ছিলো?
আজকের গড়বেতা ও বগড়ী অঞ্চল অতীতে খ্যাত ছিল বকদ্বীপ নামে ।শিলাবতী নদীর জল এবং ঝড়ো হাওয়া শত শত বছর ধরে মাকরা পাথরের নদী খাত একটু একটু করে ক্ষয় করতে করতে আজ এখানে অসাধারণ প্রাকৃতিক গুহার সৃষ্টি করেছে।আদর করে একে বলা হয়- Grand Canyon of Bengal বলে।
দৈত্য বকাসুর এরকমই একটি গুহায় থাকতেন।তখন থেকেই এই জায়গার নাম ছিল বকদ্বীপ। মহাভারতের যুগে অনার্যদের বাস ছিল জঙ্গলাকীর্ন এই প্রাচীন জনপদে। । রাক্ষসরাজ বকাসুর ছিলেন এই জনপদের রাজ। ভীমের হাতে এই বকাসুর নিহত হয়েছিলেন । সেই সময় পঞ্চপান্ডব ছদ্মবেশে একাচক্রনগরে বসবাস করতেন , এই একাচক্র নগর আজকের একাড়িয়া গ্রাম। গড়বেতা ও বগড়ী পরগনাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক বিভিন্ন গ্রন্হ লিখেগেছেন। অনেক মতে হিড়ম্ব রাক্ষস বাস করতেন হিড়ম্বকবনে যেখানে হিড়ম্বকে বধ করে হিড়িম্বাকে বিবাহ করেন। ...