...

4 views

শিক্ষক আর স্টুডেন্ট
সামান্য ব্যাপার যেটা সেটাই অন্যের কাছে অসামান্য হতে পারে। সব কিছু সবার ভালো নাও লাগতে পারে। যেসব গুরুজনরা কথায় কথায় শিক্ষা দিতে চান, শিক্ষা দিতে চান ভালো কথা।একজন শিক্ষক তার স্টুডেন্টএর ভালো বন্ধু হতেই পারেন না, কালের নিয়মে একজন অ্যাডাল্ট তার জুনিয়র কাউকে ডোমিনেট করতেই থাকেন, যতই
বন্ধুত্ব দেখানোর ভাব করুক সর্বদা এটাই মনে হবে 'ও আমাকে এটা বললো
চলো শাসন করি, ও এটা করলো নাও শাসন করি তাকে'। শিক্ষক তাঁর স্টুডেন্টকে শিক্ষা দিতেই থাকেন দিতেই থাকেন। স্টুডেন্ট আর টিচারদের রিলেসন এরকমই হয়। তবে কিছুক্ষেত্রে ব্যাতিক্রম হতে পারে সবাই একরকম হন না।
© All Rights Reserved
©অনু