Interview♥Part-07
অফিসের কথা চিন্তা করতে করতে আজকের দিনটা কাটিয়ে দিলাম। না জানি কাল কি হয়। রাতে খেয়ে একটু তাড়াতাড়িই শুয়ে পড়লাম।
সকালে আযানের সাথেই ওঠে পড়ি। নামাযটা পড়ে বাইরে কিছুক্ষণ হাঁটলাম। অনেক ভাল লাগছে। কেন যে প্রতিদিন early ওঠিনা? নিজেকে নিজে প্রশ্ন করলাম। সকালের পরিবেশটা যে এত সুন্দর হয়, তা বাস্তবে না দেখলে বুঝা যায়না। অফিসে early যাওয়ার সুবাদে আজ একটু সকালেই ওঠে গেছি। কিন্তু তা মন্দ হয়নি। সকালের এই মনোরম পরিবেশটা হয়তো মিস করতাম। ডিসিশন নিয়েছি...