...

12 views

শীতঘুম 🍁
সমৃদ্ধা : আজ বড্ড ঘুম ঘুম লাগছে, কেনো বলতে পারো ?

সমরেশ : তুমি কি রাত্রে ঘুমাওনি ?

সমৃদ্ধা : ঘুমিয়েছি তো ! তবুও আজ কেমন যেন ঘুম ঘুম লাগছে ।

সমরেশ : তাহলে আবার হ্যাংলাদের মতো ঘুমাতে চাইছো কেন ?

সমৃদ্ধা : দ্যাখো, আমাকে হ্যাংলা বলবে না, আমি কিন্তু তোমার সাথে তাহলে কথা বলবো না, এই বলে দিচ্ছি...

সমরেশ : হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না । আমি বুঝেছি

সমৃদ্ধা : টিউশন স্যার অনেক পড়া দিয়েছে কিন্তু পড়তেই ইচ্ছে করছে না । কেমন যেন, কি হয়েছে বুঝতে পারছি না । "পৃথিবী জুড়ে সৃষ্টির বীজ" এটা নিয়ে যত ভাবছি ততই তোমার আমার সম্পর্কটা গুলিয়ে ফেলছি । নতুনত্বের স্বাদে সব গুলিয়ে যাচ্ছে, কি যে করি !!!

সমরেশ : দেখো অতো ভাবতে তোমায় কে বলেছে বলবে । এই রে ---
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এল, একে একে সবাই বাড়ি চলে যাচ্ছে । তুমি বাড়ি ফিরবে কখন ?

সমৃদ্ধা : এই শোনো, আমি আগের মতো আর সেই ছোট্টটি নেই, বুঝেছো !

সমরেশ : সে তো তোমার চোখের ইশারায় বুঝিয়ে দিচ্ছে, তুমি কতো বড়ো হয়েছো । সেই আগের মতো আর ছোট্টটি নও !

সমৃদ্ধা : তাহলে বুঝেছো, বলো !

সমরেশ : হুম, সে আর না বুঝলে উপায় আছে ?

সমৃদ্ধা : দেখো আমাকে ক্ষেপাবে না বলে দিচ্ছি । তোমার কাজ হলো - এখন আমাকে বুকে জড়িয়ে ধরা, আর "পৃথিবী জুড়ে সৃষ্টির বীজ" সেটা বুঝিয়ে বলা । তবে তো পড়াটা মনে রাখতে পারবো, নাকি....

সমরেশ : দেখো ঘুমঘোরে স্বপ্ন দেখো না তো, এখন শীতের সন্ধ্যা, অনেকটা সময় পেরিয়ে গেছে, চারিদিক শুনশান ; অন্ধকার অন্ধকার । মা বাবা চিন্তা করবে । তাড়াতাড়ি বাড়ি চলো..আমি এগিয়ে দিয়ে আসি !

সমৃদ্ধা: আমাকে বোঝাতে এসো না তো...আমি সব বুঝি, যত সব । তুমি বোঝাতে পারবে কি পারবে না..?

সমরেশ : কেন পারবো না...এখানে এসো, পাশে বসো...

সমৃদ্ধা: আমি ওখানে বসবো না, আমি তোমার বুকে মাথা রেখে, তারপর....

সমরেশ : জেদ করো না তো...যা বলছি তাই শোনো।
(কিছুক্ষণ চুপ করে থাকার পর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে?)
এই কি হলো, কাঁদছ কেন ?
চুপ করে থেকো না, বলো ।
শুনতে পাচ্ছো ?
কি হলো বলো ।

সমৃদ্ধা: বাড়ি যাবো, আমি বাড়ি যাবো !

সমরেশ : এই তো বললে "পৃথিবী জুড়ে সৃষ্টির বীজ" বুঝবে আমার কাছে...

সমৃদ্ধা: আমি বাড়ি যাবো, তোমাকে বোঝাতে হবে না, আমি বুঝে নিয়েছি যা বোঝার

সমরেশ : হুম, হয়েছে, হয়েছে--
যত অভিমান আমার উপর, আর কাউকে পেলে না বুঝি !

সমৃদ্ধা: তবে কার উপর করবো বলতে পারো ?

সমরেশ : জানি তো,
তোমার জেদ অনেক, যা বলো তাই করো,
এসো এখানে, বুকে মাথা রেখে তবে শোনো....

ভালো করে শোনো । টিউশন স্যার যা যা প্রশ্ন ধরবে তার উত্তর যেন ঠিকঠাক দিতে পারো । বুঝেছো, মন দিয়ে শোনো...

সমৃদ্ধা: হয়েছে বাবা হয়েছে, অত শত বলতে হবে না, আমি যেখানে মাথা রেখেছি সেখানে ঠিক মতো মাথাটা রাখতে দাও তো----
তারপর দেখা যাবে....!

সমরেশ : শোনো তবে শুরু করি, পৃথিবীর সর্বত্রই সৃষ্টির বীজ ছড়ানো, দেখো সেই আদিম যুগ থেকে এই আধুনিক যুগ পর্যন্ত কোথাও কি তার ব্যতিক্রম ঘটেছে ?
যদি দেখো তার ব্যতিক্রম, তাহলে ....

© কলমে...শ্রী রাজু গরাই