...

6 views

483) The experience of ghosts. (ভূতের অভিজ্ঞতা।) - Written by Junayed Ashrafur Rahman ✒
483) The experience of ghosts. (ভূতের অভিজ্ঞতা।) - Written by @junayedmn1 Junayed Ashrafur Rahman ✒

"Despite having a crematorium near my house, the ghost was never met with me."

#Experience #Spirituality

Nandail's crematorium is about two hundred meters away from my house.

When a Hindu man from Nandail Bazar dies, he is cremated in this crematorium.

Whenever a Hindu person was cremated, as a child I would go to the crematorium and see it.

I used to hear in my childhood that after burning in the crematorium, the shuttled of ghosts increased.

So after the cremation, when everyone was gone, I would go to the crematorium and look for ghosts.

I read in a story book as a child, the story of capturing ghosts in a bottle.

But despite having a crematorium near my house, I never saw a ghost.

Although there is a crematorium near my house, I have not visited the crematorium for many years.

This is my experience with ghosts. ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

"বাড়ির কাছে মহাশ্মশান থাকা সত্ত্বেও কখনই ভূতের সঙ্গে সাক্ষাৎ হয়নি।"


আমার বাড়ি থেকে প্রায় দু শ মিটার দূরে নান্দাইলের মহাশ্মশান।

নান্দাইল বাজারের হিন্দু ব্যক্তি মারা গেলে এই মহাশ্মশানেই দাহ করা হয়।

ছোটবেলায় যখনই কোন হিন্দু ব্যক্তিকে দাহ করা হত, তখনই মহাশ্মশানে গিয়ে দেখতাম।

ছোটবেলায় শুনতাম, মহাশ্মশানে দাহ করার পর ভূতের আনাগোনা বেড়ে যায়।

তাই দাহ করার পর যখন সকলেই চলে যেত তখন মহাশ্মশানে গিয়ে ভূত খোঁজতাম।

ছোটবেলা গল্পের বইতে পড়েছিলাম, বোতলে ভূত বন্দী করার গল্প।

কিন্তু আমার বাড়ির কাছে মহাশ্মশান হওয়া সত্ত্বেও কোনদিন ভূত দেখতেও পারিনি।

বাড়ির কাছে মহাশ্মশান হলেও আজ অনেক বছর যাবৎ মহাশ্মশানে আমি যাই না।

এই হল ভূতের ব্যাপারে আমার অভিজ্ঞতা। ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
© Junayedmn1 Junayed Ashrafur Rahman