...

2 Reads

-:একটি বার্তা-415:-
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
আমরা মানুষ। মানব শরীরের দুইটি অংশ। দেহ আর মন। আমরা যুগ যুগ ধরিয়া একটি প্রশ্নের উত্তর খুঁজিয়া চলিয়াছি। এই জগৎ তথা জীবন তথা মানব প্রজাতির উৎস কী? কাহার দান? কোনটা সত্য?বিজ্ঞান নাকি আধ্যাত্মিকতা? কিন্তু কোন যুক্তিসম্মত উত্তর খুঁজিয়া পাই নাই। এ বিষয়ে আমার যুক্তি তথা মতবাদ হইল,দুটোই সত্য।
বিজ্ঞান ও সত্য। আধ্যাত্মিকতা ও সত্য। মানব শরীরের দেহ হইল বিজ্ঞানের আর মন হইল আধ্যাত্মিকতার দান। আর এ জগৎ তথা জীবন সৃষ্টির আদি কনা দুইটি হইল O2 আর CO2। O2 এবং CO2 হইতে জল, এবং জল হইতে শ্যাওলা, প্রোটোজোয়া,এককোষী প্রানী ইত্যাদির সৃষ্টি। আর তা হইতে যুগ যুগ ধরিয়া বিবর্তনের মধ্য দিয়া আজকের মানুষ।
মন হইল আধ্যাত্মিকতার দান। আধ্যাত্মিকতা তথা আমাদের চিন্তার জগতের আদি শব্দ দুইটি হইল 'মা' আর 'মন'। মন শব্দটি কে বিশ্লেষন করিলে পাওয়া যায়-মা হইতে 'ম' আর ভগবান হইতে 'ন' লইয়া মন কথাটির উৎপত্তি।
যে সকল পর্যায় অতিক্রম করিয়া O2 এবং CO2 আজকের মানবের রূপ পাইয়াছে, সে সকল পর্যায় অতিক্রম করিলে আজকের বিজ্ঞানের পক্ষেও কৃত্রিম ভ্রুন তথা কৃত্রিম প্রান সৃষ্টি করা সম্ভব।
-:a message-415:-
Goutam Parua "Nirmal". 🙏🙏🙏
we are human Two parts of the human body. body and mind We have been searching for an answer to a question for ages. What is the source of this world and life as well as the human species? Whose donation? Which is true? Science or spirituality? But did not find any reasonable answer. In this regard, my argument and doctrine became, both are true.
Science and truth. Spirituality and truth. The body of the