1 Reads
#ज़िंदगीकीशाम
Quote: জীবনের সন্ধ্যা
জীবন হতে পারে একটা
জীবন সন্ধ্যা একটিবার,
তবে জীবনের ভাবনায়
নেইকো বিদায়ের ঠাঁই
বার বার শুধু তাই 'আসা'
বার বার নামবে সন্ধ্যা তাই
নিয়ে প্রভাতের প্রত্যাশা।
**KRN** 15.12.2024.T
Writco: 15.12.2024.
#14.12.2024