4 Reads
-:নির্মল বানী-২৩৭:-
"জগতে বিশ্বাসের চেয়ে বড় বস্তু আর নাই।তুমি যদি পথের একটা পিঁপড়েকে ও বিশ্বাস কর তাহলেও জানিবে তাহার নিকট হইতে ভবিষ্যতে তুমি কোন না কোন উপকার পাইবে। শুধু মানুষের ক্ষেত্রে চিনিতে হয়। চিনিতে না পারিলে দুঃখ পাইতে হয়।"
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏
-:Nirmal quote-237:-
"There is nothing greater than faith in the world. Even if you believe even an ant on the road, you will know that you will get some benefit from him in the future. Only in the case of people, you have to know. If you can't know, you have to suffer."
Goutam Parua "Nirmal". 🙏🙏🙏