...

4 Reads

আরও হাঁটতে চাই তোর সাথে,
সবেতো কেটেছে বছর চারেক।
মনে আছে, সেই ফার্স্ট এনিভার্সারিতে
দেখা হয়নি বলে
তুই আমার সাথে এক বছর কথা বলিসনি।
তোমার তো একটুতেই রাগ বাবু,
রাগ ভাঙাবার দায়িত্ব টা তো আমার।
আচ্ছা পরস্পরের রাগ ভাঙানো, আগলে রাখা, সুখ দুঃখ সবটার ভাগ নিয়েছি।
গত ডিসেম্বরে আমাদের রেজিস্ট্রি হয়েছিল আজকে এক বছর। প্রেমিক, স্বামী, ভাই, ফ্রেন্ড সবকটা চরিত্র আমার এই একটা মানুষই।
হ্যাপি এনিভার্সারি sweet heart।। 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖